Saturday, November 8, 2025

শুধুমাত্র সাধারণ স্নাতক (Graduate) হলে চলবে না। এবার থেকে বাড়ি ভাড়া নিতে গেলে থাকতে হবে আইআইটি (IIT) বা আইআইএমের (IIM) ডিগ্রি (Degree), নয়তো হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার থেকে আর সহজেই বাড়ি ভাড়া পাওয়া (House Rent) যাবে না। শহরে ঘর ভাড়া নিতে গেলে এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। দেশের এই শহরে ভাড়া নিতে গেলে আগে দালালরা জানতে চাইছেন শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, শহরে ঘর ভাড়া নিতে গেলে নাকি আগে নিজের যোগ্যতার প্রমাণপত্র দালালদের হাতে তুলে দিতে হচ্ছে। প্রোফাইল পছন্দ হলে বাড়ি ভাড়া জুটবে, না হলে কোনও কথাই এগোবে না। শুধুমাত্র আইআইটি বা আইআইএমের ডিগ্রি থাকলেই মিলবে বাড়ি।

সম্প্রতি প্রিয়াংশ জৈন (Priyangsh Jain) নামে এক ব্যক্তি বেঙ্গালুরুতে বাড়ি ভাড়ার জন্য বেশ কয়েক জন দালালের (Broker) সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রিয়াংশের দাবি, দালালরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কী কাজ করেন, শিক্ষাগত যোগ্যতা কী? ফেসবুকের মাধ্যমে তাঁদের দু’জনের মধ্যে যোগাযোগ হয়। প্রিয়াংশ জানান, তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer)। তবে প্রিয়াংশ সত্যি বলছেন কী না, তা যাচাই করার জন্য লিঙ্কডইন প্রোফাইল (Linkedin Profile) শেয়ার করতে বলা হয়। তাঁদের দু’জনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন প্রিয়াংশ।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version