Saturday, November 8, 2025

অমানবিক! শাস্তি দিতে যোগী রাজ্যে খুদে পড়ুয়ার হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষিকা

Date:

পঞ্চম শ্রেণির এক ছাত্রের হাতে ড্রিল মেশিন (Drill Machine) চালিয়ে ফুটো করে দিলেন এক শিক্ষিকা (Teacher)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) এক স্কুলে। অভিযোগ, ক্লাস চলাকালীন ২-এর নামতা বলতে পারেনি ওই ছাত্র। আর তা শুনেই রীতিমতো রেগে যান ওই শিক্ষিকা। তারপরই তাকে কড়া শাস্তি দেন ওই শিক্ষকা। তবে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা এক পড়ুয়া ড্রিলিং মেশিনের প্লাগ খুলে দেয়।

শুধু তাই নয়, পড়ুয়ার পরিবারের অভিযোগ, হাতে গুরুতর আঘাত লাগলেও তেমন কোনও চিকিৎসার ব্যবস্থাও করেনি স্কুল কর্তৃপক্ষ। বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওই ছাত্রকে। এদিকে থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কানপুরের মডেল প্রেম নগর উচ্চ প্রাথমিক স্কুলের ঘটনা। এই স্কুল উত্তরপ্রদেশ সরকারের (Uttar PradeshGovernment) অধীন। ঘটনায় পড়ুয়া ভিভান আক্রান্ত (Injured) হয়েছে।

এদিকে খুদে পড়ুয়ার কাছে পুরো ঘটনা শুনে স্কুলে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খুদের দাবি, “শিক্ষিকা আমাকে দুইয়ের ঘরের নামতা জিজ্ঞেস করেছিল। আমি বলতে পারিনি। এরপরই আমার বাম হাতে ড্রিলিং মেশিন চালিয়ে দেয়। যদিও পাশে দাঁড়িয়ে থাকা আরেক পড়ুয়া ড্রিল মেশিনের প্লাগ খুলে দেয়।”

অভিযুক্ত শিক্ষিকার নাম অলোকা ত্রিপাঠী। তিনি স্কুলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে কিছু জানাননি বলেই অভিযোগ। পাশাপাশি তাঁর চিকিৎসার তেমন কোনও ব্যবস্থা না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। স্কুল কর্তৃপক্ষের কেউ নাকি বিষয়টা জানতেনই না। বাড়ি ফেরার পর ভিভানের ওই অবস্থা দেখে ক্ষুব্ধ হন পরিবারের সদস্যরা। পরের দিন অর্থাৎ শুক্রবার তাঁরা স্কুলে গিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেন, তখনই তাঁরা এ বিষয়ে জানতে পারেন। এদিকে অভিযোগকে কেন্দ্র করে গোটা স্কুল কার্যত উত্তাল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version