Saturday, November 8, 2025

শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২

Date:

শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার(Aftab ameen poonawala) ওপর তলোয়ার হাতে হামলা চালালো একদল ব্যক্তি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) রোহিনি এলাকায়। পুলিশ(Police) হেফাজতে থাকাকালীন আফতাবের উপর এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তিহার জেল থেকে অভিযুক্ত আফতাবকে পলিগ্রাফ টেস্টের জন্য করা নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরীতে। সেখান থেকে তিহার জেলে ফেরার সময় ল্যাবরেটরীর সামনে পুলিশ ভ্যানে তলোয়ার হাতে হামলা চালায় দুই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত দুইজন হিন্দু সেনার সদস্য। ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের উপর হিন্দু সেনার হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে গত শনিবার ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তিহাড় জেলের বাসিন্দা সে। আফতাবকে তিহাড়ের চার নম্বর জেলে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আলাদা সেলে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রের খবর, সেলে ঢুকে নিশ্চিন্তে রয়েছে আফতাব। ঘুমিয়েছে সে। দুশ্চিন্তা ধরা পড়েনি। স্বাভাবিকই রয়েছে সে। জেল সূত্রের খবর, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পরেও আত্মগ্লানি নেই আফতাবের। এত বড় অপরাধ করেও দিব্য রয়েছে সে। তাঁর নৃশংসতা ও জেলবন্দি থাকাকালীন ভাবলেশহীন আচরণ দেখে রীতিমতো আশ্চর্য মনোবিদরা।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version