বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! অন্ধকারে ডুবল মার্কিন মুলুকের একাংশ

0
1

রবিবার রাতে আচমকাই বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টগোমারিতে। আচমকাই একটি ছোট আকৃতির বিমান বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে।ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। ব্যহত হয়ে পড়ে জনজীবন।

আরও পড়ুন:বিমান, ট্রেনের কনফার্ম টিকিট, হোটেল বুকিং বাতিলের উপর জিএসটি বসালো কেন্দ্র

আমেরিকার একটি জনপ্রিয় সংবাদপত্রে প্রাকশিত খবর অনযায়ী এই দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।

তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও অজানা। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, প্রায় দশ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এই দুর্ঘটনার সঙ্গে বৃষ্টির কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।