Monday, May 5, 2025

গোল না করেও গোলের পর উচ্ছাস, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে

Date:

গোল না করেও গোলের সেলিব্রেশন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে উঠল গোল চুরির অভিযোগ। হ‍্যাঁ ঠিক শুনছেন, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে। আসলে ঘটনার সূত্রপাত সোমবার রাতে পর্তুগাল বনাম উরুগুয়ের ম‍্যাচকে কেন্দ্র করে। পর্তুগালের হয়ে করা গোলের একটি কার গোল সেই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোনাল্ডো মাঠেই দাবি করেন গোলটি তাঁর করা। গোলের পর উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। সিআরসেভেনের এই ভঙ্গি দেখে  অনেকেই মনে করেছিলেন গোলটি তাঁর। কিন্তু আসলে গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা রোনাল্ডোর বিরুদ্ধে গোল চুরির অভিযোগ এনেছেন।

সোমবার ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোল করেছেন বলে দাবি করে বসেন রোনাল্ডো। এমন কী প্রথমে তাঁর নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা। ম‍্যাচে বক্সের বাঁ-দিক থেকে গোলের দিকে বল তুলেছিলেন ব্রুনো। অফসাইডের ফাঁদ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো। তাঁর মাথার কাছ দিয়ে বল জালে জড়িয়ে যায়। প্রথমে দেখে মনে হচ্ছিল, রোনাল্ডোই গোল করেছেন! কিন্তু পরে দেখা যায়, বলটি রোনাল্ডোর মাথা স্পর্শই করেনি। রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, বল মাথায় কাছ দিয়ে গিয়েছে। কিন্তু বলের অভিমুখ পরিবর্তন হয়নি। তবে সেই গোলটি হওয়ার পরেই  উল্লাস করতে থাকেন রোনাল্ডো। দু’হাত তুলে সমর্থকদের অভিবাদন জানান। প্রথমে তাঁর নামেই গোলটি দেওয়া হয়। কিন্তু পরে ব্রুনো ফার্নান্ডেজের নামে গোল দেওয়া হয়। আর এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য রোনাল্ডো তো নিজে বুঝেছিলেন, তাঁর মাথায় বল লেগেছে কিনা! তার পরেও কী ভাবে তিনি সেটি নিজের গোল বলে দাবি করলেন? আর এই নিয়েই নেটিজেনরা রোনাল্ডোর বিরুদ্ধে গোল চুরির অভিযোগ আনেন।

এদিকে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সোমবার রাতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দিতেই শেষ ১৬-এ জায়গা পাঁকা করে নেন তাঁরা।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে ইংল‍্যান্ডের মুখোমুখি ওয়েলস

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version