Sunday, August 24, 2025

খাস কলকাতায় বিদেশে চাকরির টোপ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারকরা

Date:

জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য প্রত্যেকেরই প্রয়োজন একটা চাকরি।আর সেই চাকরি জোগাড় করতে গিয়ে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন প্রায় সাত শতাধিক মানুষ।খাস কলকাতায় (Kolkata) অফিস খুলে চাকরি দেওয়ার নামে চলছিল এই প্রতারণা (Job Fraud)।
মাস দুয়েক ধরে দিব্যি চলছিল এই প্রতারণা।বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় ছিল না যে পুরোটাই নাটক।কিন্তু শেষ রক্ষা হল না। প্রায় ২ মাস পর প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল।জানা গিয়েছে, বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলা হয়েছে । দমদমের নাগেরবাজার থানার দ্বারস্থ হয়েছেন প্রায় ৭০০জন। নাগেরবাজার থানায় বিক্ষোভ দেখান প্রতারিতরা।
প্রতারিতরা জানিয়েছেন, বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্র চলছিল খাস কলকাতায়! রীতিমতো অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে জাল পেতেছিল প্রতারকরা।স্থানীয়রা জানিয়েছেন, মাস দুয়েক আগে দমদমের ঘোষপাড়ার বহুতলে তিনতলার একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে সাইবা কনসালটেন্সি নামের ওই সংস্থা। ইরাকে চাকরি দেওয়া হবে বলে অনলাইনে বিজ্ঞাপনও দেয় সংস্থাটি। অভিযোগ, চাকরি চেয়ে যোগাযোগ করলেই কারও থেকে ২০ হাজার, কারও থেকে ২৫ হাজার টাকা করে নেওয়া হত। এমনকী, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ভুয়ো পাসপোর্ট, ভিসাও তৈরি করে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। তারপর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তাদের সঙ্গে। সন্দেহ হতেই অফিসে ছুটে আসেন সকলে। কিন্তু সেখানেও ঝুলছে তালা।
শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্যান্য রাজ্যেও প্রতারণার জাল ছড়িয়েছিল প্রতারিতরা।এমনই মনে করছে পুলিশ।যেভাবে প্রতারণা করা হয়েছে, তাতে এর সঙ্গে পাকা মা্থা যুক্র বলে মনে করছেন তদন্তকারীরা। নাগেরবাজার থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা। নাটের গুরুর খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version