Friday, November 14, 2025

পার্থর হাতে থাকা তৃণমূলের সরকারি কর্মচারী ইউনিয়নের দায়িত্বে এলেন মানস ভুঁইয়া

Date:

এসএসসি (SSC) এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam)মামলায় আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দুর্নীতির অভিযোগ ও গ্রেফতারের পর তাঁকে যেমন মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, ঠিক তেমনই দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবার পার্থের জায়গায় তৃণমূলের (TMC) সরকারি কর্মচারী ইউনিয়নের দায়িত্বে নিয়ে আসা হল বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়াকে (Manas Bhuinyaa)।

আজ, মঙ্গলবার মানস ভুঁইয়া নিজেই একথা জানান। আগামী ৪ ডিসেম্বর মৌলালী যুব কেন্দ্রে পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীদের নিয়ে প্রথম সম্মেলন করবেন তিনি।
প্রসঙ্গত, অনেকটা সময় তৃণমূলের সরকারি কর্মচারী ইউনিয়নের মাথায় ছিলেন শুভেন্দু অধিকারী। ২০২০ সালে দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পর এই ইউনিয়নের দায়িত্ব নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার দায়িত্বে এলেন অভিজ্ঞ মানস ভুঁইয়া।

এ প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন,”৪ ডিসেম্বর পঞ্চায়েত বিষয়ক বৈঠকে থাকব। তবে এর আগে শুধু দলীয় স্তরে রাজনীতি করেছি। ফেডারেশনের কাজে সাহায্য করেছি, ট্রেড ইউনিয়নের মিটিংয়ে গিয়েছি। কিন্তু দায়িত্ব নিয়ে কোনও সাংগঠনিক কাজ করিনি। এ বার যখন সর্বোচ্চ নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন, আমার প্রথম কাজ হবে সক্রিয় সদস্যদের চিহ্নিত করা। তাঁরাই হবেন সংগঠনের হৃৎপিণ্ড।”

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version