Sunday, November 9, 2025

সন্ত্রা*স দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রণয় ভার্মা

Date:

খায়রুল আলম, ঢাকা

ভারতে প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি রয়েছে। কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে বাংলাদেশের (Bangladesh) যেকোনও ক্ষেত্রেই বাংলাদেশ সবসময় অগ্রাধিকার পেয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Seikh Hasina) সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের (Courtesy Meeting) পর একথাই বললেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা (High Commissioner Pranay Verma)। এদিন বাংলাদেশকে ভারতের ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করে রাষ্ট্রদূত বলেন, সন্ত্রা*স দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয়নি। তিনি বলেন, সন্ত্রা*সের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই ব্যবহার করতে দেয় না। তবে শুধু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। হাসিনা এদিন তিস্তা নদীর জল বন্টন চুক্তির বিষয়ে বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর জল বণ্টনসহ সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধান করতে পারে। এছাড়াও ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আহ্বান জানান শেখ হাসিনা।

এদিন প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিনের বৈঠকে শেখ হাসিনা এবং ভার্মা উভয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সহজ করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়েও আলোচনা করেন। হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবরকম সহযোগিতা করবে। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Seikh Muzibar Rahman) তাঁর জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজেও দেশবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করছেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version