Sunday, November 9, 2025

ভারতীয় সময় (Indian Time)মধ্যরাতে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখার আশায় বিশ্বের ফুটবলপ্রেমীরা (Football Lovers)। চলছে বিশ্বকাপের (FIFA World Cup 2022) গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের খেলা। প্রি-কোয়ার্টারে পৌঁছতে আজ রাতে ফেভারিট মেসিরা (Leonel Messi)। তবে শুধু আর্জেন্টিনা (Argentina) জিততেই হবে না হলে চোখ রাখতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। গ্রুপ টপ (Group Top)করতে মাঠে নামবে ফ্রান্স (France)। নকআউটের আশায় তিন দল অস্ট্রেলিয়া (Australia),ডেনমার্ক (Denmark),সৌদি আরব। বুধবার রাত সাড়ে ১২টায় সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। কার্যত মাস্ট উইন ম্যাচে (Must Win Match) মাঠে পোল্যান্ডের (Poland)বিরুদ্ধে লড়াই শুরু করতে চলেছেন মেসিরা। গ্রুপ সি থেকে প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ৪ দলই দাবিদার। আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি, মেক্সিকো, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য কী বলছে?

IND vs NZ 3rd ODI : বৃষ্টির জেরে ম্যাচ বাতিল, সিরিজ জয় কিউয়িদের

এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের জটিল সমীকরণের হিসেব। দুই গ্রুপ থেকে দুই দল উঠবে শেষ ১৬ তে। আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট লেওয়ানডস্কিদের ঝুলিতে। আর্জেন্টিনার বিরুদ্ধে যদি ম্যাচ যদি অমীমাংসিত থাকে তাহলে ১ পয়েন্ট পাবে পোল্যান্ড। সেক্ষেত্রেও পোল্যান্ডের সুযোগ থাকছে নকআউটে ওঠার। আবার হেরে গেলেও আশা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করতে হবে সৌদি-মেক্সিকো ম্যাচের দিকে। সেই ম্যাচ একদিকে ড্র হতে হবে আবার গোলপার্থক্যে যেন সৌদিরা টপকে না যায় সেটাও মাথায় থাকবে। তবে পোল্যান্ডের বিরুদ্ধে মেসিদের জিততে হবে। কারণ একই সময় শুরু হওয়া সৌদি আরব-মেক্সিকো (Saudi Arab v/s Mexico)দুই দলের সামনেই কমবেশি সুযোগ রয়েছে। সৌদি জিতলে ৬ পয়েন্টে পৌঁছবে। পাশাপাশি মেক্সিকো জিতলে তাদের ৪ পয়েন্ট হবে। আর মেসিরা সোজাসুজি জিততে পারলে গ্রুপ টপ করবে। এবার এই ম্যাচ যদি কোনও ভাবে ড্র হয় তাহলে এই বিশ্বকাপের থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই পোল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে মেসি বাহিনীকে।

আজ গ্রুপ ডি এর ম্যাচ রয়েছে তবে সেক্ষেত্রে অঙ্কটা এতটা কঠিন নয়। ২ ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে নিজেদের জায়গা পাকা করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিউনিশিয়ার বিরুদ্ধে জয় পেলে এমবাপেদের স্থান হবে টপে। কিন্তু দ্বিতীয় দল কে যাবে সেটা প্রশ্ন। এই ম্যাচে যদি অঘটন ঘটে তবে সমীকরণ বদলাতে পারে। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারতে পারলে সহজেই নকআউটে উঠে যাবে অজিরা। ড্র হলেও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। তবে ডেনমার্ক জিতলে তারা উঠে যেতে পারে শেষ ১৬-তে। ফ্রান্সের পর গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে প্রি-কোয়ার্টারে ওঠার।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version