Friday, November 7, 2025

কেমন হবে সংসদীয় রীতিনীতি? আরও ভালো করে শিখবেন বিধায়করা। জানালেন বিধানসভার (Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কাজকর্ম সম্পর্কে আরও ভালো ভাবে অবহিত করতে একটি ওরিয়েন্টেশন কোর্স করানো হবে বলে বুধবার জানান অধ্যক্ষ। পরবর্তী অধিবেশনের আগেই সব পক্ষের বিধায়কদের এই পাঠ দেওয়া হবে বলে বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে জানান বিমান। ধন্যবাদ ব্যাপক প্রস্তাবের শেষে জবাবি ভাষণে অধ্যক্ষ বলেন, বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শাসকদল ও বিরোধীপক্ষের নির্দিষ্ট ভূমিকা আছে। ভাষা সংযমের প্রয়োজন আছে। অনেক বিধায়কের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা এই রীতিনীতি ঠিকমতো মানছেন না। বিধানসভার উল্লেখ-পর্ব, দৃষ্টি আকর্ষণ, জিরো আওয়ারে (Zero Hour) এমন বিষয় নিয়ে বক্তব্য রাখা হচ্ছে যা বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অনেকেই নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বক্তৃতা করছেন। এর পুনরাবৃত্তি এড়াতেই বিধায়কদের প্রশিক্ষিত করতে এই উদ্যোগ।

এর আগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিরোধীদলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, আইএসএফ সদস্য নৌসদ সিদ্দিকি সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন পরিচালনার জন্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ধন্যবাদ জানান। প্রশ্নোত্তর এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য বিরোধীদের যথেষ্ট সুযোগ দেওয়ার জন্য অধ্যক্ষকে সাধুবাদ জানিয়েছেন। বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন।

বিধানসভার চলতি অধিবেশন বসেছে মোট ৯ দিন। অধিবেশনে মোট সাতটি বিল গৃহীত হয়েছে। সংবিধান দিবস উপলক্ষে একটি সর্বদল প্রস্তাবও গৃহীত হয়েছে চলতি অধিবেশনে। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে শাসক ও বিরোধী দলের একটি যৌথ প্রতিনিধি দল দিল্লিতে পাঠানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

আরও পড়ুন- গুরুগ্রামে বেআইনি নির্মাণ ! সিল করা হল দালের মেহেন্দির ফার্ম হাউস

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version