Saturday, August 23, 2025

দেশকে পথ দেখাবে বাংলা: প্রথম ভাষণে রাজ্যের প্রশংসা রাজ্যপালের মুখে

Date:

রাজ্যপাল(Govornor) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বাংলার ভূয়সী প্রশংসা করলেন সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের(Nilratan Sarkar Medical College) ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস(History of West Bengal) নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ বোস বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” একইসঙ্গে তিনি বলেন, তরুন প্রজন্মের হাত ধরে বাংলা আরও উন্নতি ও গৌরবের শিখরে পৌঁছে যাবে। করোনাকালে স্বাস্থ্যকর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইতিহাসও। তিনি জানান, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নবজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version