Tuesday, August 26, 2025

দেশকে পথ দেখাবে বাংলা: প্রথম ভাষণে রাজ্যের প্রশংসা রাজ্যপালের মুখে

Date:

রাজ্যপাল(Govornor) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বাংলার ভূয়সী প্রশংসা করলেন সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের(Nilratan Sarkar Medical College) ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস(History of West Bengal) নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ বোস বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” একইসঙ্গে তিনি বলেন, তরুন প্রজন্মের হাত ধরে বাংলা আরও উন্নতি ও গৌরবের শিখরে পৌঁছে যাবে। করোনাকালে স্বাস্থ্যকর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইতিহাসও। তিনি জানান, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নবজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version