Thursday, August 21, 2025

মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে চিপ। আর সেই চিপের মাধ্যমে মানব ভাবনায় নিয়ন্ত্রিত হবে কম্পিউটার (Computer) বা স্মার্ট ফোনের (Smart Phone) মতো ডিভাইস (Device)। যা স্পর্শ না করলেই চলবে। এতদিন বই বা কল্পবিজ্ঞানেই তা দেখা গিয়েছে। কিন্তু এবার তা বাস্তবায়িত করতে নিউরালিঙ্ক (Neuralink) প্রযুক্তি নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এলন মাস্কের (Elon Musk) সংস্থার। নিউরালিঙ্ক আসলে একটি ছোট্ট চিপ (Chip), যা মানুষের মস্তিষ্কে ইমপ্ল্যান্ট (Brain Implant) করা হবে। তবে তা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

তবে ডিভাইসটিতে আগের প্রদর্শনীগুলির থেকে নতুন কিছু যুক্ত করা হয়েছে, এমনটাই মাস্কের সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা এই ডিভাইস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ডিভাইসটি বাজারে বিক্রি করতে হলে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (Food and Drugs Administration) অনুমোদন প্রয়োজন। মাস্ক বুধবার জানান, তাঁর সংস্থা ইতিমধ্যেই ডিভাইসটি মানুষের মধ্যে প্রতিস্থাপন করতে চেয়ে প্রয়োজনীয় সমস্ত রকম কাগজপত্র এজেন্সির কাছে জমা দিয়েছে।

চলতি বছরেই মানুষের মাথায় নিউরালিঙ্ক প্রয়োগের আগে বাঁদরের উপর পরীক্ষামূলক প্রয়োগ চালান হয়। এই যন্ত্রটি নাকি স্নায়ুর সমস্যা অনেকটাই কমিয়ে দেবে, এমনটাই জানিয়েছিল মাস্কের সংস্থা। পাশাপাশি মস্তিষ্কে বা মেরুদণ্ডে চোটের কারণে যাঁদের কোনও অঙ্গ বিকল হয়েছে, এই যন্ত্র তাঁদের আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবে। গত বছরেই এই যন্ত্র মানুষের উপর প্রয়োগের কথা ছিল। কিন্তু তা পিছিয়ে চলতি বছর করার ঘোষণা হয়। এদিকে এলন মাস্কের নিউরালিঙ্কের কারণে প্রাণ হারায় কমপক্ষে ১৫টি বাঁদর। উল্লেখ্য, ২০১৬ সালে নিউরালিঙ্ক ব্রেন চিপ তৈরির কথা বলা হয় এলন মাস্কের সংস্থার তরফে। এরপর শুরু হয় পরীক্ষানিরীক্ষা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version