Wednesday, August 27, 2025

শিক্ষা ব্যবস্থার বেহাল দশা উত্তরাখণ্ডে, বন্ধ হচ্ছে ৩ হাজারের বেশি স্কুল

Date:

বিজেপি শাসিত উত্তরাখণ্ড(Uttarakhand) রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। পড়ুয়াদের অভাবে পাহাড়ি এই রাজ্যে বন্ধ হতে চলেছে ৩ হাজারের বেশি স্কুল। যেসব স্কুলে পড়ুয়ার(Student) সঙ্খ্যা কম সেগুলি বন্ধ করবে উত্তরাখণ্ড সরকার। জানা গিয়েছে, পাহাড়ি এই রাজ্যের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া। এবং শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ এর কম পড়ুয়া সেই স্কুলগুলি আপাতত বন্ধ করবে সরকার।

এপ্রসঙ্গে উত্তরাখণ্ডের শিক্ষা দফতরের(Education Department) শীর্ষ আধিকারিক বংশীধর তিওয়ারি বলেন, “শিক্ষা দপ্তর সাময়িক ভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া রয়েছে সেগুলি বন্ধ করার। পাহাড়ি অঞ্চলের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া, শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া, সেগুলি বন্ধ রাখা হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের যে স্কুলগুলিতে পাঁচের কম পড়ুয়া, সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। এই সব স্কুলগুলির পড়ুয়াদের কাছাকাছি ভাল স্কুলগুলিতে পাঠানো হবে।” একইসঙ্গে তিনি জানান, স্কুলগুলি বন্ধ করা হচ্ছে সেগুলি পাকাপাকিভাবে বন্ধ করা হচ্ছে না। সাময়িকভাবে এগুলি বন্ধ হচ্ছে।

উল্লেখ্য, করোনাকালে দেশজুড়ে তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছিল স্কুলছুটদের সঙ্খ্যা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ি, ২০২১-২২ সালে কোভিডের কবলে পড়ে বন্ধ হয়েছে ২০ হাজার স্কুল। প্রাক-প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ১১ লক্ষ ৫০ হাজার থেকে কমে গিয়েছে ১০ শতাংশ। সেই অবস্থার রেশ এখন কাটেনি উত্তরাখণ্ডে। পরিস্থিতি এমন পরযায়ে পৌছেছে যে বন্ধ করে দিতে হচ্ছে রাজ্যের ৩ হাজার স্কুল।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version