Sunday, August 24, 2025

রাজ্যবাসীর জন্য সুখবর! বড়দিনের আগেই শুক্রবার অর্থ্যাৎ আজ থেকে সর্বসাধারণের জন্য  খুলে গেল হাওড়া বিড়লা প্ল্যানেটরিয়াম। দেশের প্রথম 3D তারামণ্ডলের উদ্বোধন হয় বৃহস্পতিবার।শরৎ  সদন সংলগ্ন এলাকায় এই তারামণ্ডল তৈরি করেছে হাওড়া পুরসভা। বর্ষশেষের আগেই এই 3D তারামণ্ডল খুলে দেওয়ায় প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী হাওড়া পুরসভা।

আরও পড়ুন:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারমণ্ডলে বিজ্ঞানী মেঘনাদ সাহার নাম ভুল, অস্বস্তিতে কর্তৃপক্ষ

হাওড়া পুরনিগমের উদ্যোগে দেশের প্রথম 3D তারামণ্ডলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ প্রশাসক পর্ষদের সদস্যরা। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে শরৎ সদন চত্বরে তৈরি এই ‘হাওড়া তারামন্ডল’ আজ শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তারামণ্ডল হিসেবে গোটা রাজ্যে বিড়লা প্ল্যানেটোরিয়াম ব্যাপকভাবে জনপ্রিয়। প্রত্যেক বছর, মূলত শীতের ছুটির সময় অসংখ্য মানুষ এখানে আসেন। কচিকাচাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবার হাওড়া পুরসভার উদ্যোগে রাজ্যের দ্বিতীয় তারামণ্ডল তৈরি হল।

তারামণ্ডলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল তিনটে, চারটে এবং পাঁচটায় মোট তিনটে করে প্রদর্শনী চলবে। এই তারামন্ডলে টিকিটের দাম ১২০ টাকা করে ধার্য করা হয়েছে। পড়ুয়াদের জন্য থাকবে বিশেষ অফার। তাদের টিকিটের জন্য মাত্র ৭০ টাকা দিতে হবে। তারামণ্ডলটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এর ভেতরে রয়েছে মোট ৯৫টি বসার জায়গা।

হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “তারামণ্ডলে মোট ১০০টির কাছাকাছি আসন সংখ্যা রয়েছে। বিরতি নিয়ে সব মিলিয়ে ৪৫ মিনিটের শো হবে। তবে অডিটোরিয়ামের ভিতরে বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে কারণ এটা দেশের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। আশা করি শীতের ছুটিতে প্রচুর মানুষ এখানে আসবে। আমরা চাই স্কুল পড়ুয়ারা এখানে আসুক, তাদের ভাল লাগবে।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version