Wednesday, November 5, 2025

অভিষেকের সভার আগে কাঁথিতে কুণালের চায়ের আড্ডা, মহিলাদের বিশেষ বার্তা

Date:

সোমনাথ বিশ্বাস, কাঁথি

রাত পোহালেই কাঁথিতে অভিষেকের বিশাল জনসভা। একদিন আগেই আজ, শনিবার বিকেলে সভার প্রস্তুতি দেখতে কলকাতা থেকে বিকেলেই প্রভাত কুমার কলেজের মাঠে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলের তরফে পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্বে রয়েছেন তিনি। এদিন জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেকের সভাস্থল পরিদর্শনের পর স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের ও অনুরোধে সভাস্থলের ঠিক পিছনেই চায়ের আড্ডায় যোগ দিয়েছিলেন কুণাল।

এই চায়ের আড্ডায় মহিলাদের উপস্থিতি বিশেষভাবে নজরে আসে। চা খেতে খেতে কুণাল ঘোষ উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন কুণাল। তিনি বলেন, “এমন ছোট ছোট চায়ের আড্ডা মাঝে মধ্যেই করতে হবে। মহিলাদের বাড়তি উদ্যোগ, দায়িত্ব নিতে হবে। আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে ভাবেন। যাঁরা তৃণমূল সমর্থক নয়, তাঁদের নিজেদের দিকে নিয়ে আসুন। জোর করে নয় ভালোবেসে। তাঁদের বোঝান, এই সরকারের উন্নয়ন। সরকারি পরিষেবা থেকে সরাসরি সুবিধার কথা। বিভেদের বিষ পাড়ায় ছড়াতে দেবেন না। সংঘবদ্ধ থেকে উন্নয়নের জন্য লড়াই করুন। একদিকে বাংলার জনমুখী প্রকল্প ও অন্যদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি। সেগুলি মানুষের কাছে তুলে ধরুন। লড়াই উন্নয়ন নিয়ে। কুৎসা করে নয়। যাঁরা আমাদের ভোট দেননি তাঁদের থেকে দূরে সরবেন না। রাজ্য সরকারের প্রকল্পগুলি এবং তার উপযোগিতা মহিলাদের বোঝাতে হবে।”

এদিকে এদিনও চায়ের আড্ডাতেও শুভেন্দুকে খোঁচা দিতে ছাড়েননি কুণাল। তিনি বলেন, “আপনাদের এখানেই বিশ্বাস ঘাতকতার ইতিহাস একটি পরিবার দেখিয়ে দিয়ে গিয়েছে। যে শুভেন্দু ২০২০ সাল পর্যন্ত বিজেপি হটাও দেশ বাঁচাও বলতো, এখন নারদা-সারদায় ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে নাম লিখিয়েছে। কিন্তু বিশ্বাসঘাতকদের পাশে থাকে না বাংলার মানুষ। সেটা বিধানসভা ভোটেই বুঝে গিয়েছে অধিকারীরা।”

আরও পড়ুন- কলেজ স্কোয়ারে শুরু দশম বাংলাদেশ বইমেলা, চলবে ১১ ডিসেম্বর অবধি

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version