Monday, August 25, 2025

তহবিলের টাকা খরচ করেননি বিধায়করা, কেন্দ্রের রিপোর্টে অস্বস্তিতে মোদির রাজ্যে

Date:

নির্বাচন চলছে গুজরাটে(Gujrat), একইসঙ্গে চলছে গালভরা ভাষণ। অথচ গুজরাটে দীর্ঘবছরের বিজেপি(BJP) শাসনে কেন্দ্রীয় সরকারের(central Govt) তরফে সাম্প্রতিক যে ছবি প্রকাশ্যে এল তাতে অস্বস্তিতে পড়তে হল গেরুয়া শিবিরকে। মোদি সরকারের রিপোর্ট বলছে মোদি রাজ্যের অধিকাংশ জনপ্রতিনিধি বিধায়ক তহবিলের(MLA Fund) টাকাই খরচ করতে পারেননি। পাঁচ বছরে বরাদ্দ হওয়া ১,০৭৬ কোটি টাকার মধ্যে ফিরে গিয়েছে ২৭২ কোটি টাকা! ফলে মানুসের টাকায় মানুষের কাজে বিজেপি বিধায়কদের যে খুব একটা আগ্রহ নেই এই রিপোর্টও সে কথা স্পষ্ট করে দিচ্ছে।

রিপোর্ট বলছে, গুজরাটে যে সকল বিধায়ক তাঁদের তহবিলের টাকা খরচ করতে পারেননি সেই তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঘাটলোদিয়া কেন্দ্রের এই বিধায়ক তাঁর বিধায়ক তহবিল হিসাবে প্রাপ্ত অর্থের ২৭ শতাংশই খরচ করতে পারেননি। আরও খারাপ পরিস্থিতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর কেন্দ্রে। রাজকোট (পশ্চিম) কেন্দ্রে বিধায়ক তহবিলের ৪২ শতাংশ টাকাই খরচ করা হয়নি। শুধু তা-ই নয়, ২০২১ সালে রূপাণীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তহবিলের কোনও টাকাই খরচ করা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে বিধায়ক তহবিলের টাকায় মোদির রাজ্য গুজরাটে ৯,৮১৫টি উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছে ৬,৬৮৮টি কাজ। আর মাঝপথেই কাজ থামিয়ে দেওয়া হয়েছে ৫,২১২টি প্রকল্পের। শাসকদল বিজেপির এহেন বেহাল অবস্থা হলেও টাকা খরচে বিষয়ে বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাটের বিরোধী দল কংগ্রেসের বিধায়করা। উল্লেখ্য, নিজের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য প্রতিবছর দেড় কোটি টাকা করে পান বিধায়করা। এই টাকায় কোথায় কী কাজ হবে সেটা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলচনা করে কাজ করেন বিধায়ক। তবে ৫ বছরে সেই টাকা খরচ না হলে টাকা ফিরে যায় কেন্দ্রের কাছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version