Monday, August 25, 2025

শুভেন্দু অধিকারী সভা করতে গিয়ে মিথ্যে কথা বলে ডেকরেটরের কাছ থেকে মালপত্র এনেছে। এমনই অভিযোগে সরব হয়ে ডেকরেটর মাঠ থেকে জিনিসপত্র তুলে নিয়ে যেতে চাইল। শুক্রবার গভীর রাতের এই ঘটনার ভিডিও টুইট করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন, অপদার্থের কুনাট্য। ডেকরেটেরর যদি নিজেদের সমস্যা থাকে তারা কাজ না করে তৃণমূল কংগ্রেস কী করবে? নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য টুইটে শুভেন্দুকে ট্যাগ করে লিখেছেন, দলের থেকে টাকা নিয়ে কাটমানি না খেয়ে ডেকরেটরের টাকা মেটালেই তো হয়। আর ডায়মন্ড হারবারে কোনো সমস্যা হলে লোকে এক ডাকে অভিষেক এর নম্বরে ফোন করে। আপনিও করুন বিকল্প ডেকরেটর পেয়ে যাবেন।

দলের সাংসদ ডাঃ শান্তনু সেন টুইটে লিখেছেন, এটা হল ফিয়ারসাইকোসিস। অভিষেক বন্দোপাধ্যায়ের নামেই ভয় পাচ্ছে। কাঁথিতে অভিষেকের জনসভা সুপার ডুপার হিট হবে। আর শুভেন্দুর ফ্লপ সভা হবে। আর ডেকরেটরকে টাকা না দিলে তারাই বা কাজ করবে কেন?

ডেকরেটরের মেয়ের অভিযোগ, তারা এই সভার জন্য মালপত্র ভাড়া দেননি। তারা জানতেনই না যে শুভেন্দু অধিকারীর সভার জন্য ঘুরপথে মালপত্র নেওয়া হচ্ছে। রায়দিঘীতে কাজ হবে বলে তাদের কাছ থেকে জিনিষ ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু আসল ঘটনা জানতে পেরে তারা মাঠে এসে সব জিনিষ নিয়ে যেতে চাইছেন। এই ঘটনায় জোর বিপাকে বিজেপি। ডেকরেটরের কন্যা এসে শুক্রবার বেশি রাতে সভার মাঠে দাঁড়িয়ে তাদের সব জিনিষপত্র ফেরত নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন- মেঘালয়ের এমডিএ সরকারের কড়া সমালোচনায় মুকুল সাংমা

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version