Sunday, August 24, 2025

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ ষোলোর প্রথম ম‍্যাচে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আমেরিকা। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই দু’টি দল শেষ ষোলোর লড়াইয়ে নামছে।

বিশ্বকাপের ইতিহাসে বারবার দুর্ভাগ্য যেন তাড়া করে ডাচদের। তিনবার ফাইনালে উঠে প্রতি বারই কাপ ও ঠোঁটের দূরত্ব থেকে ফিরতে হয়েছে যোহান ক্রুয়েফের দেশকে। লুইস ভ্যান গলের কোচিংয়ে এবার কমলাবাহিনী ভাল শুরু করলেও আসল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু শনিবার পুলিসিচদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ডাচদের কাছে। ইরান ম্যাচে পাওয়া চোট সারিয়ে ফিট ‘ক্যাপ্টেন’ পুলিসিচ। ম্যাচের ২৪ ঘণ্টা আগে নেদারল্যান্ডসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার কোচ গ্রেগ বেরহল্টার।

তিনি বলেন, ‘‘আমাদের কাছে দারুণ একটা সুযোগ। কিন্তু কেউ যদি ভাবে, আমরা নকআউটে খেলে সম্মানিতবোধ করব তাহলে তারা ভুল করবে। আমরা নিজেদের যোগ্যতায় শেষ ষোলোয় উঠেছি। এখান থেকে আমরা আরও এগোতে চাই। আমরা রবিবার বাড়িতে বসে ছুটি কাটাতে চাই না।’’

ভ্যান গলের দল চোট আঘাতের ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে। মেমফিস ডিপে, ডাম্পফ্রিসের মতো তারকাদের পাশে নজর কাড়ছেন ডাচ উইঙ্গার কোডি গাকপো। চতুর্থ ডাচ ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন পিএসভি আইন্দহোভেনের ফুটবলার। নকআউটেও ডাচদের অন্যতম ভরসা তিনি।

আরও পড়ুন:আজ থেকে শুরু প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই, এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের মুখোমুখি কোন দল

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version