Monday, May 19, 2025

তমলুকের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা! বিরোধীরা ‘দেউলিয়া’ হয়ে গিয়েছে তোপ কুণালের

Date:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকের (Tamluk) খারুই-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষ বাম-বিজেপি জোট। আর রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই দফায় দফায় ছড়ায় উত্তেজনা। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ (Tamluk Police)। তবে বাম ও বিজেপি জোট অশান্তি করে নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও তা রুখে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসেছিল তমলুকের খারুই-গাঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তীব্র গুঞ্জন ছড়িয়েছিল, ৪৩ আসন বিশিষ্ট এই সমিতির নির্বাচনে সব ভুলে হাতে হাত মিলিয়েছে বাম ও বিজেপি। যদিও বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিল, কোনওভাবেই তৃণমূলকে ঠেকাতে গেরুয়া শিবিরকে সঙ্গ দেওয়া হয়নি। একই বার্তা এসেছিল বিজেপির তরফেও।

তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ওদের কাজই হচ্ছে গণ্ডগোল করা। একা বিজেপি পারবে না, একা বাম পারবে না কিছু কিছু সমবায় ওদের পুরনো মেম্বারশিপের ভিত্তিতে বাম রাম জোট করে একটা চেষ্টা করছে। আর যত ওরা এগুলো করবে তত দেউলিয়াপনা, অশুভ আঁতাত সাধারণ মানুষের সামনে চলে আসবে, মুখোশ খুলে যাবে।

Related articles

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...
Exit mobile version