Monday, May 5, 2025

জলপাইগুড়িতে ভিন রাজ্যের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ, গ্রেফতার ৫

Date:

জলপাইগুড়ির বানারহাটায় একটি গাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:ঝাড়খণ্ড কাণ্ডে এবার সিআইডির নজরে এক আইনজীবী, রাঁচিতে বিপুল সম্পত্তির খোঁজ

পুলিশ সূত্রের খবর,  যে গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়, সেটি বিহার থেকে আসছিল। রবিবার দুপুরে বানারহাট থানার তেলিপাড়া চৌপথিতে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটি  ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে তেলিপাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িটির গন্তব্য ছিল আলিপুরদুয়ারের বীরপাড়া। ইতিমধ্যেই এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল একটি বস্তা। তাতেই কালো পলিথনে মুড়িয়ে রাখা হয়েছিল নগদ টাকার বান্ডিল। গোপন সূত্রে খবর পেয়েই নাকা চেকিং শুরু করে  পুলিশ। সেই চেকিং চলাকালীনই ধরা পড়েছিল একটি কালো গাড়ি। সেটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা।

এই ঘটনায় গ্রেফতার ৫ ব্যক্তিকে জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। এত টাকা কোথা থেকে এল, কেনই বা সেগুলি বাংলায় নিয়ে আসা হচ্ছিল, কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, তার উত্তর খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version