Monday, December 8, 2025

বিশ্বকাপের মাঝেই দুর্ঘটনা ইংল‍্যান্ড শিবিরে, রাহিম স্টার্লিং-এর বাড়িতে ভয়াবহ ডাকাতি

Date:

Share post:

বিশ্বকাপের মাঝেই দুর্ঘটনা ইংল‍্যান্ড শিবিরে। ইংল‍্যান্ডের স্ট্রাইকার রাহিম স্টার্লিং-এর বাড়িতে ভয়াবহ ডাকাতি। সে সময় বাড়িতে ছিলেন তাঁর বাবা, মা এবং স্ত্রী, তিন সন্তান। পরিবারের পাশে থাকতে।

রবিবার ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে সেনেগালের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। আর সেই ম্যাচের কয়েক ঘন্টা আগে আসে বড় খবর। ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে, তারকা উইঙ্গার রাহিম স্টার্লিং পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন। পরিবারের পাশে থাকতে কাতার থেকে লন্ডন ফিরে গেলেন স্টার্লিং।

তবে একাধিক ইংরেজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, লন্ডনে রাহিম স্টার্লিংয়ের বাড়িতে ঢুকে পড়েছিলেন দুষ্কৃতীরা। সেই সময়ে বাড়িতে ছিলেন মা বাবা রাহিমের স্ত্রী ও সন্তান।

এই নিয়ে ইংল্যান্ড কোচ সাউথগেট বলেন, ‘‘স্টার্লিংয়ের পারিবারিক সমস্যা হয়েছে। সেই সমস্যা সমাধান করতেই সারে ফিরে গিয়েছে। খবর আসার পর ওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি। দলের সকলে ওর পাশে রয়েছে। এই পরিস্থিতিতে আমাদেরও কিছুটা মানিয়ে নিতে হবে।’’

এদিকে সেনেগাল ম্যাচের পর ইংরেজ অধিনায়ক হ্যারি কেন বলেন, “আমরা ওর আর ওর পরিবারের জন্য চিন্তিত। এটি একটি ব্যক্তিগত বিষয়, তবে এটি কখনই সহজ নয় যখন আপনার এক সতীর্থ ও বন্ধু এমন পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা এক এক দিন করে বিষয়টি লক্ষ্য করব। আমি নিশ্চিত রাহিম ম্যানেজারের সঙ্গে কথা বলে ওর আর ওর পরিবারের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেবে। সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যত দ্রুত সম্ভব ওকে ফিরে পাওয়ার।”

সূত্রের খবর, শনিবার রাতে ডাকাতির সময় স্টার্লিংয়ের বাড়িতে ছিলেন তাঁর বাবা, মা এবং সন্তানরা। সশস্ত্র ছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্টার্লিংয়ের পরিবারের সকলেই আতঙ্কিত। পরিস্থিতি সামলাতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। স্টার্লিংয়ের আবেদন অনুমোদন করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।১০ ডিসেম্বর ফ্রান্সের বিরুদ্ধেও ইংল্যান্ডের হয়ে স্টার্লিংয়ের খেলা অনিশ্চিত। তার আগে তিনি কাতারে ফিরতে পারবেন না বলেই মনে করছে ইংল্যান্ড শিবির। প্রি-কোয়ার্টার ফাইনাল ম‍্যাচেও আগেই এই ঘটনা। তাই সেনেগালের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তবে স্টার্লিং না থাকা সত্ত্বেও ইংল্যান্ড সেনেগালের বিরুদ্ধে দুরন্ত জয় পায়।

আরও পড়ুন:২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের থেকে বিড তুলে নিল এআইএফএফ

 

 

 

spot_img

Related articles

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের...