Saturday, November 8, 2025

মুসলিম মহিলাদের নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী, ইমামের বক্তব্যে বিতর্ক

Date:

মুসলিম মহিলাদের(Muslim Woman) নির্বাচনে দাঁড়ানো ইসলাম বিরোধী। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন আমেদাবাদের(Ahmedabad) জামা মসজিদের(Jama Mosque) শাহী ইমাম শাব্বির আহমেদ সিদ্দিকি(Sabbir Ahmed Siddiqi)। তাঁর দাবি, মহিলারা প্রার্থী হলে হিজাব সংস্কৃতি নষ্ট হবে। রাজনৈতিক দলগুলি অসৎ উদ্দেশ্য নিয়েই মুসলিম মহিলাদের প্রার্থী করে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আমেদাবাদের জামা মসজিদের ওই ইমাম বলেন, “যারা মুসলিম মহিলাদের নির্বাচনের টিকিট দেন তাঁরা ইসলাম বিরোধী। তাঁরা ইসলাম ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে। পুরুষের কি অভাব পড়েছে যে মহিলাদের টিকিট দিতে হবে?” পাশাপাশি ওই ইমামের বক্তব্য, “আপনি যদি মহিলাদের বিধায়ক, মন্ত্রী বা কাউন্সিলর বানান, তাহলে হিজাবের দাবি দুর্বল হয়ে যাবে। তখন সরকার বলবে আপনাদের মেয়েরাই তো সংসদ, বিধানসভা, পুরসভায় বসে আছেন। মহিলারা ভোটের প্রার্থী হলে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সবার সঙ্গে কথা বলতে হবে। সব ধর্মের পুরুষের সঙ্গে কথা বলতে হবে, সেটা ইসলাম বিরোধী।”এই ঘটনার প্রতিবাদে সরব হতে তাঁর আর দাবি, “কেন মহিলাদের প্রার্থী করা হচ্ছে? মুসলিম মহিলাদের টিকিট দেওয়াটা আসলে রাজনৈতিক দলগুলির ষড়যন্ত্র। ওরা ভাবে এখন মহিলারাই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করে। একজন মহিলাকে নিয়ন্ত্রণ করতে পারলেই গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করা যাবে।”

ওই ইমামের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, গোটা বিশ্ব যখন হিজাব বর্জনের পথে হাঁটছে। ইরানের মতো দেশে যেখানে হিজাবের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু হয়েছে, সেখানে ভারতের মতো দেশে হিজাব নিয়ে এই কট্টরপন্থা কতদূর সমর্থনযোগ্য?

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version