মহাভারতে পাশা খেলায় নিজের স্ত্রী দ্রৌপদীকেই (Draupadi) বাজি রেখেছিলেন পাণ্ডবরা (Pandab)। এই গল্প সকলেরই জানা। আর এবার অন্য ছবি দেখা গেল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। যা শুনলে কপালে চোখ উঠবে আপনাদেরও। জুয়ার নেশা যে কতখানি সর্বনাশা হতে পারে, তার দৃষ্টান্ত স্থাপন করলেন এক মহিলা। না, তাস কিংবা পাশা খেলা নয়, লুডোর নেশায় বুঁদ উত্তরপ্রদেশের প্রতাপগড়ের রেণু (Renu) নামের এক মহিলা। আর সেই নেশাই তাঁর জীবনে কাল হল। বাড়ির মালিককে (Land Lord) ভাড়ার টাকা না মেটাতে পেরে নিজেকেই তাঁর কাছে বাজি ধরেন রেণু। কিন্তু সেই লুডো (Ludo) খেলাতেও হার হয়েছে তাঁর। আর হারের পর বর্তমানে নাকি বাড়ির মালিকের সঙ্গেই থাকতে শুরু করেছেন রেণু। তবে শোনা যাচ্ছে বর্তমানে নাকি বাড়ি মালিককে ছেড়ে নিজের স্বামীর কাছে ফিরতেই চাইছেন না উত্তরপ্রদেশের ওই মহিলা।
মহিলার স্বামী জানান একদিন তাঁর স্ত্রী ফোন করে বলে, আমি লুডোতে নিজেকেই হারিয়ে ফেলেছি। এসে লেখা-পড়া করে নাও। তুমি এখন আমাদের ফাঁদে পড়লে তোমাকে কেটে ফেলে দেওয়া হবে। ওই ব্যক্তি জানিয়েছেন যে তিনি রামপুর বেলহার বাসিন্দা। আমেঠি জেলায় তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুটি সন্তান রয়েছে। তিনি আরও জানান, লুডোতে হেরে স্ত্রী এখন বাড়িওয়ালার সঙ্গে বসবাস করছে। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও স্ত্রী মানতে রাজি নয়। তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বক্তব্যও আপলোড করেছেন ওই ব্যক্তি, যা এখন ভাইরাল।
এদিকে প্রতাপগড়ে ফিরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রেণুর স্বামী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।