Monday, November 3, 2025

প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ব্রাজিলের, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল

Date:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল। এদিন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল। সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। যার ফলে ম‍্যাচের ৭ মিনিটে গোল পেয়ে যায় সেলেকাওরা। ৭ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক ছ’মিনিটের মাথায় ফের গোল করে তিতের দল। পেনাল্টি পায় ব্রাজিল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। আর সেই সুযোগের স‍ৎ ব‍্যবহার করেন নেইমার। চোট সারিয়ে মাঠে নেমেই ম‍্যাজিক দেখালেন তিনি। এরপর ফের আক্রমণে ঝাঁপায় তিতের দল। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-০ এগিয়ে যায় সেলেকাওরা। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন। ম‍্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন লুকাস পাকুয়েতা। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

দ্বিতীয়ার্ধেও চলে ব্রাজিলের আক্রমণের ঝাঁঝ। তবে ম‍্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। ম‍্যাচের ৬৭ মিনিটে অ্যালিসনের দুরন্ত সেভ বাঁচিয়ে দেয় সেলেকাওদের। তবে ম‍্যাচের ৭৬ মিনিটে ১-৪ করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হয়ে গোলটি করেন পাইক সিউং হো। ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার। সেই বল সুন্দর রিসিভ করে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পাইক সিউং হো। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় তিতের দল। তবে গোলের ব‍্যবধান বারাতে পারেনি তারা।


 

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version