Friday, August 22, 2025

কেন প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো? ব্যাখ্যা দিলেন সাহসী পর্তুগাল কোচ

Date:

বিশ্ব ফুটবলের(Football) মহাতারকা জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo) তাঁদের দলের সম্পদ। কিন্তু সেই CR-7’কেই সুইজারল্যান্ড ম্যাচে রাখেনি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। যদিও মাঠে তার কোনও প্রভাব পড়েনি। হাফডজন গোলের মালা পড়িয়ে নাচতে নাচতে কোয়াটার ফাইনালে পৌঁছে গিয়েছে পর্তুগাল (Portugal)।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকাকে বেঞ্চে রেখেই একাদশ সাজান সান্তোস। কেন এমন সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল কোচ।

২০০৪ সালের ইউরোতে রাশিয়ার বিপক্ষে ম্যাচের পর বড় টুর্নামেন্টে এই প্রথম রোনাল্ডোকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করে পর্তুগাল। সেই ম্যাচের পর ডেড রাবার ম্যাচ ছাড়া আর কখনও শুরুর একাদশের বাইরে ছিলেন না পর্তুগিজ তারকা।

এদিকে রোনাল্ডোর পরিবর্তে যিনি প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি আবার বাজিমাত করেছেন। বিশ্ব ফুটবলের মহা আসরে রাতারাতি তারকা হয়ে গিয়েছেন। পর্তুগালের জার্সিতে এটা ছিল তাঁর চতুর্থ ম্যাচ। আর মাঠে নামা গনসালো রামোস করেছেন হ্যাটট্রিক। বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে হ্যাটট্রিক, আলোচনার কেন্দ্রে তো তাঁরই থাকার কথা। তবে যার জায়গায় শুরুর একাদশে খেলেছেন তাঁর নামটা যে রোনাল্ডো, তাই ম্যাচ শেষে CR-7’এর প্রথম একাদশে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর দিতেই হলো সান্তোসকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সান্তোস বলেন, “এখনও কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। রোনাল্ডোর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, সব সময়ই ছিল। ১৯ বছর বয়স থেকে ওকে চিনি, ২০১৪ সালে আমি যখন পর্তুগালে আসি তখন জাতীয় দলে সে তারকা হয়ে উঠছে। রোনাল্ডো ও আমার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। আমি ওকে এখনও দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।”

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে তুলে নেন সান্তোস। মাঠ ছাড়ার সময় তাঁর বডি ল্যাংগুয়েজ পছন্দ হয়নি পর্তুগিজ কোচের। দলে না থাকার পেছনে এই ঘটনার কোনও প্রভাব আছে কি না, এমন প্রশ্নও উঠেছিল।

যদিও সান্তোসের দাবি, রোনাল্ডোর প্রথম একাদশে না থাকার পেছনে সেই ঘটনার কোনও প্রভাব নেই। পর্তুগিজ কোচ বলেন, “শৃঙ্খলাজনিত বিষয়টির সমাধান হয়ে গেছে। রোনাল্ডো অতীত অবদানও কিন্তু মনে রাখা দরকার। ও আমাদের দলের অন্যতম সেরা ফুটবলার। আর আমাদের এক সঙ্গেই কাজটা করতে হবে।”

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version