Sunday, August 24, 2025

বিজেপিকে বিশ্বাস নেই, হিমাচলে এগিয়ে থাকা কংগ্রেস ব্যস্ত জয়ী বিধায়কদের রিসর্টে সরাতে

Date:

নির্বাচনী ফলাফল বলছে হিমাচল প্রদেশে(Himachal Pradesh) পালাবদল হতে চলেছে। বিজেপিকে(BJP) টক্কর দিয়ে এখানে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কংগ্রেস(Congress)। জয়ের সম্ভাবনা নজরে পড়তেই এবার সতর্ক হয়ে উঠলো হাত শিবির‌। ঘোড়া কেনাবেচার কোন সুযোগ বিজেপি যাতে না পায় তার জন্য কংগ্রেস প্রার্থীদের সরিয়ে নিয়ে যেতে কোমর বাঁধলো হিমাচলের কংগ্রেস নেতৃত্ব।

বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে গুজরাট ও হিমাচল প্রদেশে। হিমাচলে ক্ষমতাসীন বিজেপিকে টক্কর দিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। তবে বিজেপিকে ধরাশায়ী করলেও দুশ্চিন্তা কাটছে না হাত-শিবিরের। কারণ কংগ্রেস জিতলে এমনকি ত্রিশঙ্কু হলেও ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছেন এ রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতৃত্বরা। এর মধ্যেই আবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি দেখে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের দলে ফেরাতে বৃহস্পতির সকালেই বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে হিমাচলের উদ্দেশে রওনা দিয়েছেন। আর তাতে কংগ্রেসের উদ্বেগ আরও বেড়েছে। তড়িঘড়ি কংগ্রেস প্রার্থীদের রাজ্য থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, দলে বিজেপির ‘সিঁদ’ কাটা রুখতে এগিয়ে থাকা প্রার্থীদের রাজস্থানের জয়পুরের একটি বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।

কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই রাজস্থানের বর্ষীয়ান নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। জয়ী প্রার্থীদের ছত্তিশগড়েও নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যেই এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে শেষ পাওয়া খবরে হিমাচল প্রদেশের নির্বাচনী ফলাফল বলছে ৬৮ আসন বিশিষ্ট হিমাচলে ৪০ টি আসলে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৫ টি আসনে। অন্যান্যরা তিনটি আসনে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version