Wednesday, November 5, 2025

কলকাতা থেকে শিক্ষা ! এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার

Date:

কলকাতা সল্টলেকের পর এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার। কলকাতার দেখানো পথেই এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। এক সপ্তাহ আগেই কলকাতা পুরসভার টক টু মেয়রঅনুষ্ঠানে শহরের হুক্কা বারগুলি বন্ধ করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই পথে এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। ফিরহাদ হাকিমের কথায় সম্মতি দিয়ে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করতে চলেছেন মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, খুব শীঘ্রই হুক্কা বারগুলির লাইসেন্স বাতিলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতায় বন্ধ হচ্ছে হুক্কা বার, দেওয়া হবে না নয়া লাইসেন্স: কড়া মনোভাব মেয়রের

গত কয়েক বছরে শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মতো হুক্কা বারের বাড়বাড়ন্ত বাড়ছে। হুক্কার আড়ালে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। তাই যুব সমাজের স্বার্থে শিলিগুড়ির মেয়র গৌতম দেব হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। লকাতার হুক্কা বারগুলি বন্ধ করার পর বিষয়টি নজরে আসতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ”কলকাতা থেকে বিষয়টি খোঁজ নেব। সেখানে যদি হুক্কা বার বন্ধ হয় তবে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোড, মাটিগাড়ায় থাকা পাবগুলিতে হুক্কা বার চালানো হয়। কয়েক জায়গায় রেস্তোরাঁতে হুক্কা বারের যদিও লাইসেন্স রয়েছে। বহুদিন ধরেই এই হুক্কাবারে তরুণ প্রজন্মের বিপুর ভিড় নজরে আসছিল। যেভাবে নতুন প্রজন্ম এই নেশার দিকে ঝুঁকছে তাতে উদ্বেগপ্রকাশ করেছেন শহরের শিক্ষক মহল থেকে শুরু করে সংস্কৃতি মহলের সঙ্গে যুক্তরা। কয়েক বছর আগে শহরে থাকা হুক্কা বার বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শহরের বিদ্বজ্জনেরা।তাই এসবের কথা মাথায় রেখেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয় গৌতম দেব। শীঘ্রই হুক্কা বার যাতে বন্ধ করা যায়, তার চেষ্টা করবেন তিনি বলে আশ্বাস দিয়েছেম।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version