Saturday, August 23, 2025

হাওয়া অফিস বলছে শুক্রবার মরসুমের শীতলতম দিন, কিন্তু বিক্ষোভের আঁচে গনগনে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)চত্বর। ছাত্র নির্বাচনের দাবি তুলে এবার আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। আজ দ্বিতীয় দিন। সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁরা অধ্যক্ষ (Principal) সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পড়ুয়ারা অধ্যক্ষের অফিসের মেঝেতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। অবশেষে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে তাঁরা ঘেরাও তুলে নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের (Students Union Election)জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা (Students)। তাঁদের দাবি ছিল, বুধবার দুটোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election)নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। কিন্তু সেইসময় অধ্যক্ষের ঘরে কাউকে দেখতে না পেয়ে নিজেদের অনশনের সিদ্ধান্ত জানান পড়ুয়ারা। সেইমতো বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical College Students)।

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র রণবীর সরকারের নেতৃত্বে আরও চার জন প্রিন্সিপালের অফিস লাগোয়া বারান্দায় অনশন শুরু করেন। অনশনকারীদের ব্যানারে লেখা ছিল, তাঁদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে তার দায় কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের। অনশন মঞ্চেই বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা গিয়েছে ওই পাঁচ জনকে। অনিকেত-সহ সকলেরই বক্তব্য, রোগী, নার্স, চিকিৎসক— কারও সঙ্গেই তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলেও অধ্যক্ষ চলে গিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas), সুপার অঞ্জন অধিকারী-সহ শিক্ষক-চিকিৎসকেরা অনশন মঞ্চে গিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কিন্তু তাতে সায় দেননি বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে।

 

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version