Wednesday, December 3, 2025

শিয়ালদহে দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা

Date:

Share post:

হলদিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কনভয়। যে গাড়িতে তৃণমূল নেতা ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ক্ষতিগ্রস্ত হয় কুণাল ঘোষের গাড়ির কিছুটা অংশ। বাসটি যেদিকে ধাক্কা মারে সেদিকেই বসে ছিলেন কুণাল। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। বাসে বাসে রেষারেষির জন্যই এমন দুর্ঘটনা। এমন ঘটনায় বাস ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।আজ, শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। বাড়ি থেকে বেরোনোর কিছুটা পর শিয়ালদহ ব্রিজে ওঠার ঠিক আগে এমন দুর্ঘটনা ঘটে। কাজের দিনে অফিস টাইমে শিয়ালদহের মতো ব্যস্ততম জায়গায় এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে সুস্থ আছেন কুণাল ঘোষ। ঘটনাস্থল থেকে তিনি নির্ধারিত কর্মসূচির উদ্দেশে রওনা দেন।

এদিন দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল। পুলিশে জানানো হয়েছে। তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন, তাই তখন বাসটিকে আটকাতে বারণ করি। কারণ, সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।”

উল্লেখ্য, দুর্ঘটনা কমাতে রাজ্যের তরফে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হয়েছে। প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হয়েছে। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। যদিও দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি কুণাল ঘোষের। তাঁর কথায়, “এক্ষেত্রে পুলিশ-প্রশাসনের কিছুই করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। পুলিশ তো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তাঁরাও জখম।”

 

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...