Friday, August 22, 2025

বিশ্বকাপে অঘটন, কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল, সেমিফাইনালে ক্রোয়েশিয়া

Date:

বিশ্বকাপে অঘটন। ছিটকে গেল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ব্রাজিল হারল ৪-২ গোলে।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে ক্রোয়েশিয়া। ১৩ মিনিটের মাথায় আক্রমণে যায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে ক্রস করেন মদ্রিচ কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ। এরপর পাল্টা আক্রমণে যায় তিতের দল। পর পর দু’টি আক্রমণ করে তারা। প্রথমে ভিনিসিয়াস তারপর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা আটকে দেয় সেলেকাওদের। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। যার ফলে প্রথমার্ধে থাকে ম‍্যাচের ফলাফল গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। একের পর আক্রমণ চালায় তারা। ম‍্যাচের ৫৭ মিনিটে রাফিনহাকে তুলে অ্যান্টোনিকে নামান তিতে। নেমেই ডান দিকে পাস বাড়িয়েছিলেন অ‍্যান্টোনি। অল্পের জন্য গোল হল না। এরপর ফের আক্রমণে যায় সেলেকাওরা। পাকুয়েতার শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। গোলরক্ষকের মাথার উপর দিয়ে শট মারেন পাকুয়েতা। কিন্তু গোল হয় না। দ্বিতীয়ার্ধে চেপে ধরে ব্রাজিল। ৭৬ মিনিটে নেইমারের শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ম‍্যাচের ৮০ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে সেলেকাওরা। অ্যান্টোনির ক্রস পেয়েছিলেন রদ্রিগো। তাঁর থেকে পাস পেয়েছিলেন পাকুয়েতা। তাঁর শট আবার আটকে দেন লিভাকোভিচ। এরপর আক্রমণে গেলেও নির্ধারিত সময়ে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। যার ফলে ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে।

এক্সট্রা টাইমে শুরুতে থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। যার ফলে ম‍্যাচের ১০৫ মিনিটে গোল পেয়ে যায় তিতের দল। অসাধারণ গোল করলেন নেইমার। মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন নেইমার। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পেয়ে দেয় পাকুয়েতাকে। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলরক্ষক লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার। এরপর আরও চেপে ধরে সেলেকাওরা। একের পর এক আক্রমণে যায় নেইমারা। পাল্টা আক্রমণে ঝাঁপায় ক্রোয়েশিয়া। যার ফলে ১১৭ মিনিটে গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। শেষ এক্সট্রা টাইমে ম‍্যাচের ফলাফল থাকে  ১-১। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হারে তিতের দল।

আরও পড়ুন:বিশ্বকাপের পরেই মেসির সঙ্গে বসবে পিএসজি

 

Related articles

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...
Exit mobile version