Sunday, November 9, 2025

কোয়ার্টার ফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে কী বললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর?

Date:

আগামিকাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অন‍্যতম হাইভোল্টেজ ম‍্যাচ। শনিবার রাতে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড। এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যে শুরু নানা সমীকরণ। গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ম‍্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে এমবাপেরা। এই মহারণে নামার আগে চাপ নিতে নারাজ ফরাসি দলের হেড কোচ দিদিয়ের দেশঁ।

ইংল‍্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দেশঁ বলেন, “আমরা শান্ত এবং ধৈর্যশীল। তবে হ্যাঁ, এটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। দলে কেবল খুশি রয়েছে, স্বস্তি রয়েছে, এবং সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য রয়েছে। ”

 

দুই দেশের খেলাই অত্যন্ত গতিশীল। আর এই পরিস্থিতিতে গতি নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। এই নিয়ে দেশঁ বলেছেন, “গতি প্রায়শই পার্থক্য গড়ে দেয়। যখন আপনি দ্রুত এগোন, প্রতিপক্ষের কাছে অল্প সময় থাকে নিজেদের গুছিয়ে নেওয়ার, যদিও গোল করার জন্য শুধু গতির দরকার হয় না। এই ইংরেজ দল অত্যন্ত সফল ট্রানজিশন করার বিষয়ে, তাদের মোট গোলের অর্ধেক পরিমাণ এসেছে এভাবে। তবে শুধু গতি দিয়ে কাজ হবে না, অন্যান্য বিষয়গুলিও কাজে লাগাতে হবে। এবং তারা সেটপিসেও গোল করতে সক্ষম।”

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে এখনও সর্বোচ্চ গোলদাতার মধ‍্যে শীর্ষে তিনি। প্রতি খেলায় নিজেকে মেলে ধরছেন এমবাপে। এমবাপেকে নিয়ে কি ইংল‍্যান্ড শিবির আলাদা পরিকল্পনা করছে না? এই সম্পর্কে  ফ্রান্সের হেড কোচ বলেন, “আমি আশা করছি ইংল্যান্ড এমবাপের বিরুদ্ধে পরিকল্পনা করেছে, যেমনটা আমাদের আগের চার প্রতিপক্ষ করেছে। এর পরেও, কিলিয়ানের ক্ষমতা রয়েছে পার্থক্য গড়ে দেওয়ার। গত ম্যাচেও, তফাৎ গড়ে দিয়েছিল। কিলিয়ান সব সময় কিলিয়ানই থাকবে, যেখানে ও সব সময় তফাৎ গড়বে।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version