Saturday, November 29, 2025

আর্জেন্টিনার ম্যাচ চলাচালীন গ্যালারিতে মৃ*ত্যু আমেরিকার ‘বিতর্কিত’ সাংবাদিকের, খু*নের অভিযোগ পরিবারে

Date:

কাতার বিশ্বকাপ (World Cup) শুরুর সময়ই রামধনু টি-শার্ট পরে বিতর্কে জড়িয়ে ছিলেন আমেরিকার (America) অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল (Grant Wahl)। শুক্রবার, রাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন হঠাৎ গ্যালারিতেই মৃত্যু হল তাঁরা। বয়স হয়েছিল ৪৮ বছর। গ্র্যান্টের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

কাতারের (Qatar) আহমদ বিন আলি স্টেডিয়ামে আমেরিকা-ওয়েলসের খেলা দেখতে গিয়েছিলেন রামধনু রঙা টি-শার্ট পরে গিয়েছিল ওই সাংবাদিক। সে দিন স্টেডিয়ামে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কাতারে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ। পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও টুইটে জানান গ্র্যান্ট ওয়াহল। গ্র্যান্টের ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কাতার সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন। তাঁর নাম এরিক ওয়াহল (Eric Wahl)। তিনি নিজে সমকামী বলে দাবি করে এরিক জানান, তাঁর জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিলেন। ভাইয়ের দাবি গ্র্যান্ট সুস্থ ছিলেন। এমনকী, দাদাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এরিকেক। ’’আমি বিশ্বাস করি না, ও অসুস্থ হয়ে মারা গিয়েছে। ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে যান গ্র্যান্ট। গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট অংশে বসে খেলা দেখছিলেন তিনি। সূত্রের খবর, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন হঠাৎ পড়ে যান গ্র্যান্ট। আর ওঠেননি। গ্র্যান্ট অবশ্য একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেকের মতে, অতিরিক্ত কাজেক চাপের ফলে অসুস্থ হয়েই গ্র্যান্টের মৃত্যু হয়েছে। এখন এর জেরে কোন দিকে গড়য় সেটাই দেখার।

 

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...
Exit mobile version