Friday, August 22, 2025

আর্জেন্টিনার ম্যাচ চলাচালীন গ্যালারিতে মৃ*ত্যু আমেরিকার ‘বিতর্কিত’ সাংবাদিকের, খু*নের অভিযোগ পরিবারে

Date:

কাতার বিশ্বকাপ (World Cup) শুরুর সময়ই রামধনু টি-শার্ট পরে বিতর্কে জড়িয়ে ছিলেন আমেরিকার (America) অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল (Grant Wahl)। শুক্রবার, রাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন হঠাৎ গ্যালারিতেই মৃত্যু হল তাঁরা। বয়স হয়েছিল ৪৮ বছর। গ্র্যান্টের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

কাতারের (Qatar) আহমদ বিন আলি স্টেডিয়ামে আমেরিকা-ওয়েলসের খেলা দেখতে গিয়েছিলেন রামধনু রঙা টি-শার্ট পরে গিয়েছিল ওই সাংবাদিক। সে দিন স্টেডিয়ামে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কাতারে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ। পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও টুইটে জানান গ্র্যান্ট ওয়াহল। গ্র্যান্টের ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কাতার সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন। তাঁর নাম এরিক ওয়াহল (Eric Wahl)। তিনি নিজে সমকামী বলে দাবি করে এরিক জানান, তাঁর জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিলেন। ভাইয়ের দাবি গ্র্যান্ট সুস্থ ছিলেন। এমনকী, দাদাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এরিকেক। ’’আমি বিশ্বাস করি না, ও অসুস্থ হয়ে মারা গিয়েছে। ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে যান গ্র্যান্ট। গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট অংশে বসে খেলা দেখছিলেন তিনি। সূত্রের খবর, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন হঠাৎ পড়ে যান গ্র্যান্ট। আর ওঠেননি। গ্র্যান্ট অবশ্য একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেকের মতে, অতিরিক্ত কাজেক চাপের ফলে অসুস্থ হয়েই গ্র্যান্টের মৃত্যু হয়েছে। এখন এর জেরে কোন দিকে গড়য় সেটাই দেখার।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version