Tuesday, August 26, 2025

আর্জেন্টিনার ম্যাচ চলাচালীন গ্যালারিতে মৃ*ত্যু আমেরিকার ‘বিতর্কিত’ সাংবাদিকের, খু*নের অভিযোগ পরিবারে

Date:

কাতার বিশ্বকাপ (World Cup) শুরুর সময়ই রামধনু টি-শার্ট পরে বিতর্কে জড়িয়ে ছিলেন আমেরিকার (America) অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল (Grant Wahl)। শুক্রবার, রাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন হঠাৎ গ্যালারিতেই মৃত্যু হল তাঁরা। বয়স হয়েছিল ৪৮ বছর। গ্র্যান্টের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

কাতারের (Qatar) আহমদ বিন আলি স্টেডিয়ামে আমেরিকা-ওয়েলসের খেলা দেখতে গিয়েছিলেন রামধনু রঙা টি-শার্ট পরে গিয়েছিল ওই সাংবাদিক। সে দিন স্টেডিয়ামে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কাতারে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ। পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও টুইটে জানান গ্র্যান্ট ওয়াহল। গ্র্যান্টের ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কাতার সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন। তাঁর নাম এরিক ওয়াহল (Eric Wahl)। তিনি নিজে সমকামী বলে দাবি করে এরিক জানান, তাঁর জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিলেন। ভাইয়ের দাবি গ্র্যান্ট সুস্থ ছিলেন। এমনকী, দাদাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এরিকেক। ’’আমি বিশ্বাস করি না, ও অসুস্থ হয়ে মারা গিয়েছে। ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে যান গ্র্যান্ট। গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট অংশে বসে খেলা দেখছিলেন তিনি। সূত্রের খবর, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন হঠাৎ পড়ে যান গ্র্যান্ট। আর ওঠেননি। গ্র্যান্ট অবশ্য একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেকের মতে, অতিরিক্ত কাজেক চাপের ফলে অসুস্থ হয়েই গ্র্যান্টের মৃত্যু হয়েছে। এখন এর জেরে কোন দিকে গড়য় সেটাই দেখার।

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version