Thursday, August 21, 2025

ডিসেম্বর নিয়ে ফের ডিগবাজি শুভেন্দুর, ১২, ১৪, ২১ তারিখ নিয়ে হাস্যকর ব্যাখ্যা!

Date:

ডিসেম্বর ধামাকা নিয়ে ফের ডিগবাজি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফের সুর বদল করলেন শুভেন্দু। ১২, ১৪, ২১ তারিখ নিয়ে দিলেন হাস্যকর ব্যাখ্যা! আগে একবার ইঙ্গিত দিয়েছিলেন, ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকবে না। পড়ে তাঁর ব্যাখ্যা ছিল তাঁর মন্তব্যের “অপব্যাখ্যা”। তিনি নাকি সরকার পড়ে যাওয়ার কথা বলেননি। বিজেপি মানুষের রায় নিয়ে সরকারে আসবে সেটা বোঝাতে চেয়েছেন।

আবার বেশ কিছু দিন ধরেই শুভেন্দু তিনি বলে এসেছেন, ‘‘বড় চোর” ধরা পড়বে ডিসেম্বরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় গিয়ে এ মাসেই লাড্ডু বিলি করে বিজয় উৎসব করার কথা ঘোষণা করেছিলেন। এমনকি, বৃহস্পতিবার ১২, ১৪ ও ২১ তিনটি তারিখ উল্লেখ করে বলেছিলেন, “অপেক্ষা করুন আর দেখতে থাকুন!” কিন্তু সুর বদলে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুর। তিনি এ দিন যা বললেন, তার মূল কথা হল, সরকার মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় যদি হেরে যায়, তা হলে বিপুল অঙ্কের টাকা ডিএ বাবদ দিতে হবে। তখন তারা নিজেরাই সরকার ছেড়ে পালাবে!

শুভেন্দুর এমন ডিসেম্বর ডিগবাজি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, “মানসিক অবসাদ থেকে অশান্তি তৈরির চেষ্টা করছেন। আগে ডিসেম্বরের কথা বলেছিলেন, সেটা আগে হোক! পরপর কর্মসূচি ঘোষণা করে কী হবে? পূর্ব মেদিনীপুরে ওর পায়ের তলা থেকে মাটি সরছে। দলের মধ্যে দিলীপ-সুকান্তেরা ওকে মানে না। এ সব থেকে নজর ঘোরাতে গরম গরম কথা বলছেন।”

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version