Saturday, November 8, 2025

পার্ক সার্কাস (Park Circus), মা উড়ালপুল (Maa Flyover) এবং সিঁথি (Sinthi) – এক রাতের মধ্যে কলকাতা (Kolkata) শহরে তিন জায়গায় বড় দুর্ঘটনা (Accident)। পথ নিরাপত্তাকে আরও মজবুত করতে নড়েচড়ে বসেছে কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Traffic Police)। সূত্র মারফত জানা যায় ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পার্ক সার্কাসের কাছে উল্টে যায় একটি চারচাকা। চালকসহ তিন জন ছিলেন সেই গাড়িতে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

অন্যদিকে মা উড়ালপুলে বাতি স্তম্ভে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িটি পাল্টি খেয়ে ছিটকে অন্য লেনে পড়ে যায়। উপড়ে যায় বাতিস্তম্ভ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত ধরা করা যায়নি বলেই খবর। বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অন্যদিকে আবার সিঁথিতে দুটি লরির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বালি ভর্তি একটি লরি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা বাঁশ ভর্তি লরিকে ধাক্কা মারে। বি টি রোডে (BT Road) এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়।

রাতের কলকাতায় ক্রমেই বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত সেভ লাইফ সেফ ড্রাইভ (Save Life Safe Drive) আগের থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে। কিন্তু রাত বাড়তেই যেভাবে মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে হামেশাই পথ দুর্ঘটনা ঘটছে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version