Wednesday, November 5, 2025

আজ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড

Date:

শনিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড। হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর ফুটবল দুনিয়ার। টিকিটের চাহিদা তুঙ্গে। দোহার আল বায়েত স্টেডিয়ামে মহারণের আগে কার্যত ফুটছে দুই শিবির। তার উপর দু’টি দলই ছুটছে বিশ্বকাপের আসরে।

ইংল্যান্ড তো টুর্নামেন্টে এখনও অপরাজিত। রুনি, বেকহ্যামদের আমলেও এতটা দুর্ভেদ্য মনে হয়নি ব্রিটিশদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে মেগা দ্বৈরথের আগে একজনই ফোকাসে। ম্যাচের ভাগ্যও পেন্ডুলামের মতো দুলবে তাঁকে ঘিরে। তিনি এমবাপে। স্বপ্নের ফর্মে থাকা ২৩ বছরের ফরাসি স্ট্রাইকারের সঙ্গে লড়াই ইংল্যান্ড ডিফেন্সের। এমবাপের দৌড় আর শক্তিশালী শ্যুটিং আটকাতে সম্ভবত জোনাল মার্কিংয়ের রণনীতি তৈরি রাখছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ম্যাচের আগের দিন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশঁ এদিন বলে দিলেন, ‘‘আমাদের আরও অনেক খেলোয়াড় আছে। কিন্তু কিলিয়ান হচ্ছে কিলিয়ান। ইংল্যান্ড ওকে আটকানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ও একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’’ তবে দেশঁ এটাও শুনিয়ে রাখলেন, ফ্রান্স এমবাপের উপর অতিরিক্ত নির্ভরশীল নয়।

ইংল্যান্ড দলে কোনও দুর্বলতা দেখছেন না এমবাপে, জিরুদের কোচ। দেশঁর কথায়, ‘‘ওদের কাউন্টার অ্যাটাক খুব ভাল। গোল করার লোক অনেক। আমাদের সতর্ক থাকতে হবে। চারটে ম্যাচ দেখে আমার তো ইংল্যান্ডের কোনও দুর্বলতা চোখে পড়েনি।’’ মহারণের আগে প্রতিপক্ষ কোচের প্রতি সৌজন্য দেখিয়ে সাউথগেটের প্রশংসাও করেছেন দেশঁ।

মুখে ইংলিশ ডিফেন্ডাররা বলছেন, তাঁরা শুধু এমবাপেকে নিয়ে ভাবছেন না, ফ্রান্স দলটাকে ফোকাস করছেন। কিন্তু সেটা তো চাপ কাটাতে বাইরে বলছেন লুক শ’রা। বাঁ-দিক থেকে এমবাপেকে আটকাতে যাঁর উপর বড় দায়িত্ব থাকবে সেই ইংলিশ রাইট ব্যাক ওয়াকারকে এদিন রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন এমবাপের সতীর্থ ইউসুফ ফোফানা। বললেন, ‘‘কিলিয়ান একাই কাইল ওয়াকার ও ইংল্যান্ডকে ধ্বংস করে দিতে পারে। ওয়াকার যদি জানে কিলিয়ানকে থামানোর উপায়, তাহলে ওর জন্য সেটা ভাল। শুভেচ্ছা রইল।’’

আরও পড়ুন:আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ মরক্কো

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version