Friday, August 22, 2025

আজ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড

Date:

শনিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড। হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর ফুটবল দুনিয়ার। টিকিটের চাহিদা তুঙ্গে। দোহার আল বায়েত স্টেডিয়ামে মহারণের আগে কার্যত ফুটছে দুই শিবির। তার উপর দু’টি দলই ছুটছে বিশ্বকাপের আসরে।

ইংল্যান্ড তো টুর্নামেন্টে এখনও অপরাজিত। রুনি, বেকহ্যামদের আমলেও এতটা দুর্ভেদ্য মনে হয়নি ব্রিটিশদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে মেগা দ্বৈরথের আগে একজনই ফোকাসে। ম্যাচের ভাগ্যও পেন্ডুলামের মতো দুলবে তাঁকে ঘিরে। তিনি এমবাপে। স্বপ্নের ফর্মে থাকা ২৩ বছরের ফরাসি স্ট্রাইকারের সঙ্গে লড়াই ইংল্যান্ড ডিফেন্সের। এমবাপের দৌড় আর শক্তিশালী শ্যুটিং আটকাতে সম্ভবত জোনাল মার্কিংয়ের রণনীতি তৈরি রাখছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ম্যাচের আগের দিন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশঁ এদিন বলে দিলেন, ‘‘আমাদের আরও অনেক খেলোয়াড় আছে। কিন্তু কিলিয়ান হচ্ছে কিলিয়ান। ইংল্যান্ড ওকে আটকানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ও একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’’ তবে দেশঁ এটাও শুনিয়ে রাখলেন, ফ্রান্স এমবাপের উপর অতিরিক্ত নির্ভরশীল নয়।

ইংল্যান্ড দলে কোনও দুর্বলতা দেখছেন না এমবাপে, জিরুদের কোচ। দেশঁর কথায়, ‘‘ওদের কাউন্টার অ্যাটাক খুব ভাল। গোল করার লোক অনেক। আমাদের সতর্ক থাকতে হবে। চারটে ম্যাচ দেখে আমার তো ইংল্যান্ডের কোনও দুর্বলতা চোখে পড়েনি।’’ মহারণের আগে প্রতিপক্ষ কোচের প্রতি সৌজন্য দেখিয়ে সাউথগেটের প্রশংসাও করেছেন দেশঁ।

মুখে ইংলিশ ডিফেন্ডাররা বলছেন, তাঁরা শুধু এমবাপেকে নিয়ে ভাবছেন না, ফ্রান্স দলটাকে ফোকাস করছেন। কিন্তু সেটা তো চাপ কাটাতে বাইরে বলছেন লুক শ’রা। বাঁ-দিক থেকে এমবাপেকে আটকাতে যাঁর উপর বড় দায়িত্ব থাকবে সেই ইংলিশ রাইট ব্যাক ওয়াকারকে এদিন রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন এমবাপের সতীর্থ ইউসুফ ফোফানা। বললেন, ‘‘কিলিয়ান একাই কাইল ওয়াকার ও ইংল্যান্ডকে ধ্বংস করে দিতে পারে। ওয়াকার যদি জানে কিলিয়ানকে থামানোর উপায়, তাহলে ওর জন্য সেটা ভাল। শুভেচ্ছা রইল।’’

আরও পড়ুন:আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ মরক্কো

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version