Saturday, November 8, 2025

খায়রুল আলম, ঢাকা

ভারতের পূর্ব সীমান্তবর্তী বাংলাদেশের (Bangladesh) জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্রমশই বাড়ছে বন্যহাতির (Elephant) তাণ্ডব। প্রতিদিন রাতেই হাতির আক্রমণে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। শনিবার রাতেও জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর আড়াপাড়া গ্রামে তাণ্ডব চালায় পাহাড়ি বন্য হাতির দল। কমপক্ষে ২০টি বাড়িতে আক্রমণ চালায়। এদিকে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। আর সেই সুযোগে ঘরে রাখা সমস্ত ধান ও চাল খেয়ে যায় হাতিরা। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলের কুল্লাগড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করেছে বলে খবর।

গত ৭ ডিসেম্বর সন্ধের পর থেকে ভারত থেকে নেমে আসা হাতির দল গত ৩-৪ দিনে ২০-২৫ টি ঘর-বাড়ির গুড়িয়ে দিয়েছে। সীমান্ত অঞ্চলের জমির ফসল ও বাড়িতে গোলায় রাখা ধান খেয়ে শেষ করে দিয়েছে। এদিকে
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গিয়েছেন পশ্চিম বিজয়পুর গ্রামের এক কৃষক।

গত কয়েকদিন ধরেই বন্য হাতির দল সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। আর সন্ধে হলেই তারা নেমে আসে লোকালয়ে। এদিকে বন্য হাতির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী মানুষরা। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে, মশাল জ্বালিয়ে ফসল ও ঘরবাড়ি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বন্য হাতির আক্রমণের সামনে তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। একদিকে নাওয়া খাওয়া নেই এবং অন্যদিকে আশ্রয় হারিয়ে চরম হতাশায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। একই সঙ্গে ঘুম উড়েছে সীমান্তবর্তী ৪ গ্রামের মানুষের।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version