Sunday, May 4, 2025

নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলের চাটাই বৈঠক কার্যত জনসভায় পরিণত হল।বরং বলা চলে এদিন শুভেন্দুকে বলে বলে দশ গোল দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।কারণ তৃণমূলের চাটাই বৈঠকে যখন জনজোয়ার, তখন গোকুলনগরে শুভেন্দু অধিকারীর ফ্লপ সভায় হাতেগোনা মানুষ। এমনকী, শুভেন্দুর সভায় বাইরে থেকে লোক এনে দলের লোক বলে দেখানো হল। সেইসময় তৃণমূলের বৈঠকে কুণাল ঘোষের পাশে বসে দলে যোগ দেওয়া জয়দেব দাস সবাইকে দেখিয়ে বলে দিলেন, সবাই আমরা তৃণমূলে চলে এসেছি। বাইরের লোক এনে আমেদের লোক বলে চালানো হচ্ছে।

রবিবারের চাটাই বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে বৈঠকের প্রাক্কালে মহিলাদের সঙ্গে আলাদা করে কথা বলেন কুণাল ঘোষ। মহিলারা সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা সেই বিষয়ে তিনি খোঁজখবর নেন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী এমন লক্ষ্মীর ভান্ডার এমন নানান প্রকল্পের সুবিধা সঠিক ভাবে মহিলাদের কাছে পৌঁছচ্ছে কিনা সে কথা তিনি উপস্থিত মহিলাদের কাছে জানতে চান।

‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে আবাস যোজনার বাড়ি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পঞ্চায়েতের আগে এই নিয়ে কড়া দল। এদিনের চাটাই বৈঠকেও  পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের সতর্ক করে দেন কুণাল। তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, “দলের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে৷ জনপ্রতিনিধি হিসাবে আপনার সাথে দেখা করতে অনেক মানুষ আসবে। তাদের সুবিধা-অসুবিধা দেখা অবশ্যই আপনার কাজ। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের কাজের ব্যাপারে নাক গলানো যাবে না। অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্তু পাইয়ে দেওয়ার কাজ করা যাবে না। প্রশাসনের বেশ কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম মেনেই তারা এগোচ্ছে। সমীক্ষা করছেন তারা৷ ফলে তাদের কাজে বাধা দেওয়া। তাদের সমস্যায় ফেলা যাবে না। প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত।

শুভেন্দুকে এক হাত নিয়ে কুণাল রবিবার বলেন, ডিসেম্বরে চোর ধরা পড়বে বলেছে। আর আজকে শ্যামল আদক ধরা পড়েছে। কার লোক ? শুভেন্দুj লোক।উপস্থিত কর্মী সমর্থকদের কুণাল বলেন, যে হা যারা তৃণমূল করেন তাদের বাড়িতে অবশ্যই যাবেন। কিন্তু যারা তৃণমূল করেন না তাদের বাড়িতে বেশি করে যাবেন। তাদের মা-বোনদের জিজ্ঞেস করবেন যে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন কিনা। কুণালের ডিসেম্বরে বিয়ে বাড়ি ছাড়া তো আর কোন তারিখ দেখতে পাচ্ছি না।এবার বিরোধী দলনেতার ডিসেম্বর ডেডলাইনের পাল্টা জানুয়ারি ডেডলাইন তুলে ধরে রাজনীতির উত্তাপ বাড়ান কুণাল ঘোষ। শুভেন্দু যেমন তাঁর হুঁশিয়ারির কারণ খোলসা করেননি, তেমনি কুণালও ২ জানুয়ারি দিনটিকে কেন গুরুত্বপূর্ণ বলছেন সেটা ব্যাখ্যা করেননি।

বরং তিনি বলেন, মানসিক রোগী হয়ে গেছে শুভেন্দু।শ্যামল আদকের জেরার ভিত্তিতে শুভেন্দুকে গ্রেফতার করতে পবে। হিন্দু ভোট মানে ওরা ধরেই নিয়েছে যে ওটা ওদের সম্পত্তি। এদিন মুসলিম ভাইদের প্রতিও তার সতর্কবাণী, ওদের প্ররোচনায় যাতে তারা পা না দেন।এদিনও তিনি ত্রিপুরায় বিজেপি থাকাকালীন ১০ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার প্রসঙাগ তুলে ধরেন।বলেন, শুধুই প্ররোচনা দেওয়া ছাড়া কোনও কাজ নেই বিজেপিৎ। ১০০ দিনের টাকা তো কেন্দ্র দিচ্ছে না। যাদের টাকা আটকে যে তারা ব রং শান্তিকুঞ্জে যান। শুভেন্দুর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসুন।ব্যক্তি আক্রমণ, কুৎসা এগুলো বন্ধ করুন বিজেপি নেতারা।  মমতাদির স্নেহ মমতাকে পিছন থেকে ছুরি মেরেছে শুভেন্দু। হিন্দু-মুসলমানের তাস খেলে কোনও লাভ নেই।নন্দীগ্রামের মানুষ যথেষ্ট ঐক্যবদ্ধ।

বৈঠক শেষে বিকালে নন্দীগ্রামে সিবিআই মামলায় ফেরার আবু তাহেরের অসুস্থ মাকে দেখতে তার বাড়িতে যান কুণাল ঘোষ। তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে অভয় দেন কুণাল।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version