Sunday, August 24, 2025

৩ বছরের পড়ুয়াকে ধ*র্ষণ!দোষী স্কুলবাস চালক ও মহিলা সহযোগীকে গ্রেফতার

Date:

তিন বছরের এক পড়ুয়াকে ধ*র্ষণে অভিযুক্ত স্কুলবাস চালক এবং এক মহিলা সহযোগীকে দোষী সাব্যস্ত করল ভোপালের বিশেষ আদালত। সমবার দোষীদের শাস্তি ঘোষণা করবে আদালত।

আরও পড়ুন:নাবালিকাকে গণধর্ষ*ণ! অভিযোগ জানাতে গেলে ফের প্রধান শিক্ষকের লালসার শিকার

পুলিশ সূত্রে জানা গেছে, দোষী বাসচালকের নাম হনুমন্ত যাদব এবং তাঁর সহযোগী মহিলা ঊর্মিলা শাহ। গত সেপ্টেম্বরে এই দুজনের বিরুদ্ধে পকসো আইনে  মামলা দায়ের করা হয়েছিল। জানা গেছে, স্কুল থেকে একদিন বাড়ি ফেরার পর মেয়ের শরীরে বেশ কয়েক জায়গায় দাগ দেখতে পান শিশুটির মা। কী হয়েছে জিজ্ঞেস করতেই মাকে সব কথা বলে শিশুটি। বাসচালক তাকে বিরক্ত করে বলে তার বাবাকে জানায় শিশুটি। তাকে কোলে নিয়ে বসত, বাজেভাবে শরীরের বিভিন্ন জায়গায় ছুঁত, তাও বলেছিল ব।পাশাপাশি এও জানায়, চিৎকার করতে গেলে ‘ঊর্মিলা আন্টি’ তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখত। এমনকি এইসব কথা কাউকে যাতে না বলে তাও বারবার বলে রেখেছিল ।

মেয়ের কাছে সব কথা শোনার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির অভিভাবক। বাসের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য তাঁদের কাছে অনুরোধ করেন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সেই ভিডিয়ো দিতে অস্বীকার করেন। এর পরই শিশুটির বাবা-মা পুলিশের দ্বারস্থ হন। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতেই বাসচালক এবং মহিলা সহযোগীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পুলিশ।

পুলিশ তদন্তে নামলে অন্য অভিভাবকরাও বাসচালক এবং তার মহিলা সহযোগীর নামে একই অভিযোগ করেন। ৩২ জন সাক্ষীর বয়ান রেকর্ড করে পুলিশ। ২০ দিনের মধ্যে আদালতে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। শনিবার আদালতে ২৪২ পাতার চার্জশিট জমা দেয় পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version