Saturday, May 3, 2025

“হিমাচলবাসীকে স্বচ্ছ-সৎ সরকার উপহার দেব”: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মন্তব্য সুখুর

Date:

হিমাচল প্রদেশের নয়া মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। রবিবার মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে প্রথম থেকেই দাবিদার ছিলেন সুখবিন্দর। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেলেন মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri)। বিজেপিকে (BJP) হারিয়ে পাহাড়ি এই রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর সেই কংগ্রেস পরিচালিত সরকারের ব্যাটন এবার নিজের হাতেই নিলেন সুখবিন্দর সিং সুখু। সিমলাতে এদিন শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের একাধিক উচ্চপদস্থ নেতা কর্মীরা। তবে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মাতেন কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো বাদ্য়যন্ত্র বাজিয়ে আনন্দোৎসবে মেতে ওঠেন তাঁরা।

রবিবার দুপুর দেড়টা নাগাদ রাজভবনে হিমাচলের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুখবিন্দর সিং। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রীও। বহু বছর পর বীরভদ্র সিংহ এবং তাঁর পরিবারের বাইরে কেউ কংগ্রেসের টিকিটে জিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। তবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কে সামলাবেন? তা নিয়েই দলের অন্দরে শুরু হয় চর্চা। দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার তৈরি হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় হাত শিবিরকে। বীরভদ্রের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং (Prativa Singh) প্রয়াত স্বামীর স্মৃতি উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁকে বা তাঁর বিধায়ক পুত্র বিক্রমাদিত্যকে বসানোর দাবি জানান। কিন্তু শেষমেশ কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সুখুর নামেই সিলমোহর দেওয়া হয়।

শপথগ্রহণের পর হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা নির্বাচনের আগে ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলি পালন করতে আমরা বদ্ধপরিকর। আমরা স্বচ্ছ ও সততার সরকার হিমাচলবাসীকে উপহার দেব। তিনি আর জানান, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা ওল্ড পেনশন স্কিম চালু করব।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version