Monday, August 25, 2025

নৃত্যের (Dance)মাধ্যমে ফুটে ওঠে মনের ভাষা। আর ভারতীয় শাস্ত্রীয় ঘরানার (Indian Classical Music)যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে তা আর নতুন করে বলার নেই। কিন্তু আস্তে আস্তে সেই সংস্কৃতি কি বিলুপ্তির পথে? যাঁদের ধারণা যে সমসাময়িক বা আধুনিক নৃত্যশৈলী (Modern Dance Form)বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উপযোগী, তাঁদের প্রত্যেকের ভাবনা বদলে দিয়ে কলকাতার আইসিসিআর (ICCR,Kolkata)প্রেক্ষাগৃহে আয়োজিত হল এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা (Classical Dance Evening)। স্বেচ্ছাসেবী সংস্থা সন্তোষপুর আগন্তুক -এর (Agantuk) ‘ক্রিয়া’র উদ্বোধনের মধ্যে দিয়ে,কলকাতা সাক্ষী রইল কত্থক নৃত্যশৈলীর (Kathak dance style) অনন্য উপস্থাপনার।

প্রখ্যাত কত্থকশিল্পী লুনা পোদ্দার (Luna Poddar) ও সন্দীপ মল্লিকের (Sandip Mallik) কোরিওগ্রাফিতে দুটি প্রযোজনা পরিবেশন করেন সায়নী চওড়া ও তাঁর শিষ্য টুসি নস্কর, ঋতুপর্ণা বিশ্বাস, আহি নস্কর ও কোয়েল মুখোপাধ্যায়রা। কত্থকের সাত্ত্বিক সন্ধ্যায় প্রখ্যাত নৃত্য শিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য (Ashimbondhu Bhattacharya)তাঁর নৃত্যের মাধ্যমে এক আলাদা আকর্ষণ ফুটিয়ে তোলেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন কথক শিল্পী পারমিতা মৈত্র ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ছাত্র-ছাত্রীরা। শীতের সন্ধ্যায় সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদের মূর্ছনা যেন প্রেক্ষাগৃহে এক আলাদা সুরেলা আবহ তৈরি করে। প্রখ্যাত তবলা বাদক সুবীর ঠাকুর ও হারমোনিয়ামে শ্রী শুভাশিস ভট্টাচাৰ্য তাঁকে সঙ্গদ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী পুলমা সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিসিআর-এর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র। ছিলেন সন্তোষপুর আগন্তুক-এর সভাপতি স্বর্ণালী পাল, সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায়, তিমির বরণ সাহা, সায়নজিৎ ঘোষ, সন্দীপন মন্ডল সহ অন্যান্যরা।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version