Saturday, November 8, 2025

নৃত্যের (Dance)মাধ্যমে ফুটে ওঠে মনের ভাষা। আর ভারতীয় শাস্ত্রীয় ঘরানার (Indian Classical Music)যে এক বিশেষ বৈশিষ্ট্য আছে তা আর নতুন করে বলার নেই। কিন্তু আস্তে আস্তে সেই সংস্কৃতি কি বিলুপ্তির পথে? যাঁদের ধারণা যে সমসাময়িক বা আধুনিক নৃত্যশৈলী (Modern Dance Form)বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উপযোগী, তাঁদের প্রত্যেকের ভাবনা বদলে দিয়ে কলকাতার আইসিসিআর (ICCR,Kolkata)প্রেক্ষাগৃহে আয়োজিত হল এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা (Classical Dance Evening)। স্বেচ্ছাসেবী সংস্থা সন্তোষপুর আগন্তুক -এর (Agantuk) ‘ক্রিয়া’র উদ্বোধনের মধ্যে দিয়ে,কলকাতা সাক্ষী রইল কত্থক নৃত্যশৈলীর (Kathak dance style) অনন্য উপস্থাপনার।

প্রখ্যাত কত্থকশিল্পী লুনা পোদ্দার (Luna Poddar) ও সন্দীপ মল্লিকের (Sandip Mallik) কোরিওগ্রাফিতে দুটি প্রযোজনা পরিবেশন করেন সায়নী চওড়া ও তাঁর শিষ্য টুসি নস্কর, ঋতুপর্ণা বিশ্বাস, আহি নস্কর ও কোয়েল মুখোপাধ্যায়রা। কত্থকের সাত্ত্বিক সন্ধ্যায় প্রখ্যাত নৃত্য শিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য (Ashimbondhu Bhattacharya)তাঁর নৃত্যের মাধ্যমে এক আলাদা আকর্ষণ ফুটিয়ে তোলেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন কথক শিল্পী পারমিতা মৈত্র ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ছাত্র-ছাত্রীরা। শীতের সন্ধ্যায় সুনন্দ মুখোপাধ্যায়ের সরোদের মূর্ছনা যেন প্রেক্ষাগৃহে এক আলাদা সুরেলা আবহ তৈরি করে। প্রখ্যাত তবলা বাদক সুবীর ঠাকুর ও হারমোনিয়ামে শ্রী শুভাশিস ভট্টাচাৰ্য তাঁকে সঙ্গদ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী পুলমা সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিসিআর-এর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র। ছিলেন সন্তোষপুর আগন্তুক-এর সভাপতি স্বর্ণালী পাল, সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায়, তিমির বরণ সাহা, সায়নজিৎ ঘোষ, সন্দীপন মন্ডল সহ অন্যান্যরা।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version