Friday, August 22, 2025

আজ দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি ফ্রান্স বনাম মরক্কো, একনজরে দেখে নেওয়া যাক নজরে থাকবে কারা

Date:

আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনালে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি চলতি বিশ্বকাপে নতুন ধামাকা মরক্কো। বুধবার সেমিফাইনালে একদিকে যেমন ফ্রান্সের ধারে ভারে হেবিওয়েট দল। যেখানে রয়েছেন কিলিয়ান এমবাপে, অলিভার জিরু, গ্রীজম‍্যানের মতন ফুটবলাররা। তেমনই মরক্কো দলে রয়েছেন ইউসেফ এন নেসিরি, আশরাফ হাকিমির মতন হার না মানা মানসিকতার ফুটবলার।

একনজরে দেখে নেওয়া যাক আজ যাদের ওপর নজর থাকবে।

কিলিয়ান এমবাপে: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৩। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই আছেন এমবাপে। শীর্ষে রয়েছেন মেসি। তাঁর গোল সংখ‍্যা ছ’টি। মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে পিএসজির এই  তারকার সামনে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ২০১৮ সালে। পরপর সোনায় মোড়া ট্রফির স্বাদ নিতে চান ফ্রান্সের এই তারকা।

অলিভার জিরু: ক্লাব স্তরে খেলেন এসি মিলানে। বয়স ৩৬। এমবাপের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। জিরুও চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছে পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তাঁর দেশের সতীর্থ এমবাপের সঙ্গেই  দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। জিরুর সামনেও সুযোগ আছে মেসিকে টপকে যাওয়ার। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনিও।

ইউসেফ এন নেসিরি: মরক্কোর এই ফুটবলার ক্লাব স্তরে খেলেন সেভিল্লা এফসিতে। বয়স ২৫। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন দু’টি গোল। ট্রফিতে মোড়া কেরিয়ার না হলেও, এই তরুণ প্রতিভা যে বিপক্ষ দলের ঘুম ওরাতে তৈরি, তা এক কথায় নিশ্চিত।

আশরাফ হাকিমি: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৪। চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন এই ফুটবলার।

চলতি বিশ্বকাপে আফ্রিকার চমক মরক্কো। অপরদিকে দিকে খেতাব জয়ের অন‍্যতম দাবিদার ফ্রান্স। বুধবার দ্বিতীয় সেমিফাইনাল যে হতে চলেছে চমকে ভরা তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:আজ দ্বিতীয় সেমিফাইনালে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ মরক্কো

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version