Wednesday, November 5, 2025

আজ দ্বিতীয় সেমিফাইনাল, মুখোমুখি ফ্রান্স বনাম মরক্কো, একনজরে দেখে নেওয়া যাক নজরে থাকবে কারা

Date:

আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনালে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি চলতি বিশ্বকাপে নতুন ধামাকা মরক্কো। বুধবার সেমিফাইনালে একদিকে যেমন ফ্রান্সের ধারে ভারে হেবিওয়েট দল। যেখানে রয়েছেন কিলিয়ান এমবাপে, অলিভার জিরু, গ্রীজম‍্যানের মতন ফুটবলাররা। তেমনই মরক্কো দলে রয়েছেন ইউসেফ এন নেসিরি, আশরাফ হাকিমির মতন হার না মানা মানসিকতার ফুটবলার।

একনজরে দেখে নেওয়া যাক আজ যাদের ওপর নজর থাকবে।

কিলিয়ান এমবাপে: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৩। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই আছেন এমবাপে। শীর্ষে রয়েছেন মেসি। তাঁর গোল সংখ‍্যা ছ’টি। মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে পিএসজির এই  তারকার সামনে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ২০১৮ সালে। পরপর সোনায় মোড়া ট্রফির স্বাদ নিতে চান ফ্রান্সের এই তারকা।

অলিভার জিরু: ক্লাব স্তরে খেলেন এসি মিলানে। বয়স ৩৬। এমবাপের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। জিরুও চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছে পাঁচটি গোল। সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তাঁর দেশের সতীর্থ এমবাপের সঙ্গেই  দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। জিরুর সামনেও সুযোগ আছে মেসিকে টপকে যাওয়ার। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনিও।

ইউসেফ এন নেসিরি: মরক্কোর এই ফুটবলার ক্লাব স্তরে খেলেন সেভিল্লা এফসিতে। বয়স ২৫। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত করে ফেলেছেন দু’টি গোল। ট্রফিতে মোড়া কেরিয়ার না হলেও, এই তরুণ প্রতিভা যে বিপক্ষ দলের ঘুম ওরাতে তৈরি, তা এক কথায় নিশ্চিত।

আশরাফ হাকিমি: ক্লাব স্তরে খেলেন পিএসজিতে। বয়স ২৪। চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন এই ফুটবলার।

চলতি বিশ্বকাপে আফ্রিকার চমক মরক্কো। অপরদিকে দিকে খেতাব জয়ের অন‍্যতম দাবিদার ফ্রান্স। বুধবার দ্বিতীয় সেমিফাইনাল যে হতে চলেছে চমকে ভরা তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:আজ দ্বিতীয় সেমিফাইনালে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ মরক্কো

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version