এবার আসানসোল পদপিষ্ট কাণ্ডে শুভেন্দুর ঘাড়ে দায় চাপালেন দিলীপ! প্রকট বিজেপির অন্তর্দ্বন্দ্ব

বুধবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তাঁর স্ত্রীর নির্বাচিত ওয়ার্ড রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা নামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

0
1

আসানসোলে পুলিশের অনুমতি ছাড়াই ধর্মীয় অনুষ্ঠান এবং দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে ৭ গুরুতর জখম। আর এই ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না জিতেন তিওয়ারিকে। তিনি ফোন ধরছেন না। কার্যত নিরুদ্দেশ আসানসোল এলাকার এই দলবদলু বিজেপি নেতা। কিন্তু তিনি কোনওভাবেই এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারেন না। যেমন দায় এড়াতে পারেন না আরেক দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল, বুধবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তাঁর স্ত্রীর নির্বাচিত ওয়ার্ড রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা নামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি

আজ, বৃহস্পতিবার সকালে মর্নিং ওয়াকে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “দান খয়রাতি মানবতার অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে। এই ঘটনাকে সমর্থন করি না। দায় বিরোধী দলনেতারও। আরও প্রস্তুতি দরকার ছিল।” ফলে শুভেন্দু এবং দিলীপের ভিন্ন মত নিয়ে স্বাভাবিকভাবেই কানাঘুষো শুরু হয়েছে। দিলীপের মন্তব্যকে হাতিয়ার করেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বই আরও একবার প্রকট হল?

অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনার জন‌্য বিজেপিকে পুরোপুরি দায়ী করে আসানসোলের পুলিশ কমিশনার। তাঁর দাবি, “বিজেপির এই অনুষ্ঠানের পুলিশি অনুমতি নেওয়া হয়নি। বিরোধী দলনেতা ওখানে আসছেন জেনে প্রোটোকল মেনে পুলিশের তরফে স্বতঃস্ফূর্তভাবে কমিশনারেট থেকে কিছু ব‌্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু কত মানুষ আসছেন, কী হবে তার কোনও খবর উদ্যোক্তারা পুলিশকে দেননি।”