Friday, November 14, 2025

বাংলা লড়াই করে, মাথানত করে না: Kiff-র মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

নক্ষত্র সমাবেশ। ২৮ তম Kiff-র উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আর বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা- বাংলা মাথানত করে না। রাজনৈতিক মঞ্চ নয়। কোনও রাজনীতির কথাও বলেননি মমতা। কিন্তু এদিন সারাদেশের নজর যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চের দিকে ছিল, সেখান থেকেই নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বললেন, “বাংলা ভিক্ষা চায় না।“

বিভিন্ন সময় বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। দাবি নিয়ে বারবার দরবার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অবশেষে বছরের শেষে কিছু প্রকল্পের টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলা ভিক্ষা চায় না। যে টাকা রাজ্যে থেকে কেন্দ্র নিয়ে যায়, সেই প্রাপ্যই দাবি করছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার তাদের নেতৃত্বকে কোণঠাসা করার অভিযোগ তুলেছে বাংলার শাসকদল। এদিন এইসব ঘটানর কোনও উল্লেখ না করেও, লড়াইয়ের বার্তা দেন মমতা। তুলে ধরেন সম্প্রীতির কথা। বলেন, “বাংলা সব সময় লড়াই করে। একতার জন্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য, মানুষের জন্য, সংহতির জন্য লড়াই করে বাংলা। এই লড়াই আমাদের চলবে। বাংলা ভিক্ষা চায় না। মাথা উঁচু করে চলে।“

হলিউড-বলিউড-টলিউডকে এক সুতোয় গাঁথেন মুখ্যমন্ত্রী। বলেন, Kiff বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করে। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ জানান মমতা। বলেন, ’’ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।’’ অমিতাভ থেকে শাহরুখ, জয়া থেকে রানি, শানু থেকে অরিজৎ- সবাইকে বারবার বাংলায় আসার অহ্বান জানান মুখ্যমন্ত্রী।

বক্তৃতায় বাংলার মণীষীদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫তম বছরে প্রয়াত লতা মঙ্গেশকরের গানের মধ্যে দিয়ে শহিদদের স্মরণ করেন মমতা। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে কেকে- যে তারকারা প্রয়াত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে চলচ্চিত্র উৎসবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। সত্যজিৎ-ঋত্বিক থেকে শুরু করে বর্তমানের ফিল্ম পরিচালক- সবার কথাই উল্লেখ করেন মমতা। আগামী ১০দিন ৪২টি দেশের ১৮৩টি সিনেমা দেখানো হবে। Kiff ঘিরে সুস্থ সাংস্কৃতিক পরিবেশের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:এই সপ্তাহেই শুরু হতে পারে জোকা-তারাতালা মেট্রো পরিষেবা

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version