Wednesday, August 13, 2025

“তিন বছর ধরে যা ভেবেছে, সব পেটে আর বুকে করে নিয়ে এসেছে। কথা বলার জন্য তো একজন আছেনই”- এভাবেই রসিকতায় ভরিয়ে ২৮তম Kiff-র উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন জয়া বচ্চন (Jaya Bacchan)। অভিনেত্রী-সাংসদকে যখন কিছু বলার জন্য পোডিয়ামে ডাকেন জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায়, তখন প্রথমেই ধন্যি মেয়ে বলেন, “আমি বেশি কিছু বলব না। বলার জন্য তো একজন এসেছেনই।“ তাঁর হাত সোজাসুজি চলে যায় অমিতাভ বচ্চনের দিকে। লাজুক মুখে মাথা নীচু বলে বিগ বি।

তারপর একের পর এক টুকরো রসিকতা করে মঞ্চ মাতিয়ে তোলেন জয়া বচ্চন। কলকাতা ফিল্ম ফেস্টিভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। এর পরেই তাঁর নিশানায় শাহেনশা। জানান, তিনবছর ধরে নাকি অমিতাভ বচ্চন আজকের দিনে কী বলবেন তাই নিয়ে ভেবে রেখেছেন। এরপরই জয়া বলেন, “কী যে করে জানি না। থেকে থেকেই হাত-পা ভেঙে ফেলে। ভাগ্য ভালো মাথাটা ঠিক আছে!“

জয়ার কথায় তখন তুমুল হাসির রোল মঞ্চ থেকে ছড়িয়ে পড়েছে দর্শকাসনেও। একেবারে ঘরের মেয়ের মত জয়া বলেন, “জামাই এলে মেয়ের কদর কমে যায়।“ পিছন থেকে এই কথার মৃদু প্রতিবাদ জানান জুন। তবে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়া বলেন, সব সময় তার পাশে আছেন। স্বল্প ভাষণে রসিকতায়, ঝরঝরে বাংলায় কেআইএফের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দেন গুড্ডি।


 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version