Thursday, November 6, 2025

বিচারাধীন বন্দিকে নজরে রাখা কী CBI-এর কর্তব্য নয়? লালন শেখের মৃ*ত্যুতে প্রশ্ন হাইকোর্টের

Date:

শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। আর সেই মামলাতেই লালন শেখের মৃত্যু প্রসঙ্গ টেনে সিবিআইকেই (CBI) কাঠগড়ায় তুললেন বিচারপতি জয়মাল্য বাগচী (Jaimallya Bagchi)। এদিন সিবিআইকে তাঁদের দায়িত্ব কর্তব্যের কথা মনে করিয়ে বিচারপতি বাগচীর প্রশ্ন বিচারাধীন বন্দিকে নজরে রাখা কী সিবিআইয়ের কর্তব্য নয়? পাশাপাশি বিচারপতি প্রশ্ন করেন, আপনাদের হেফাজতে যদি কারও মৃত্যু হয়ে থাকে, তাহলে সেই দায় আবেদনকারীর উপর বর্তায় না।

শুক্রবার কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের শুনানি ছিল। তাতেই লালন শেখের মৃত্যু মামলার কথা উল্লেখ করা হলে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন সিবিআই তদন্তকারীরা। মামলার পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর। গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে জেলেই দিন কাটছে অনুব্রতর। জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেষ্ট। শুক্রবার ওই মামলার বিচার চলছিল কলকাতা হাইকোর্টে। সেই সময় অনুব্রতর জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।

এদিকে লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর পর সিবিআই আধিকারিকদের নামে এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী। সেই প্রসঙ্গ আদালতে তুলে সিবিআই আইনজীবী জানান, বগটুইকাণ্ডে (Bogtui Case) অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাই অনুব্রতের জামিন দেওয়া উচিত নয়। তখনই বিচারপতি বাগচীর প্রশ্ন, হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সে ওই মামলার প্রধান অভিযুক্ত। আপনারা বলছেন আত্মহত্যা কিন্তু সেটা কী স্বাভাবিক মৃত্যু? যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর দায়ের করা একান্ত আবশ্যক। অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। বিচারাধীন বন্দিদের উপর নজর রাখা আপনাদের কর্তব্য।

গত সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে, শুক্রবার লালন শেখের মৃত্যু তদন্তে ফের বগটুই গ্রামে যান সিআইডি (CID) তদন্তকারীরা। সেখানে লালনের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

 

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version