Saturday, November 8, 2025

বিচারাধীন বন্দিকে নজরে রাখা কী CBI-এর কর্তব্য নয়? লালন শেখের মৃ*ত্যুতে প্রশ্ন হাইকোর্টের

Date:

শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। আর সেই মামলাতেই লালন শেখের মৃত্যু প্রসঙ্গ টেনে সিবিআইকেই (CBI) কাঠগড়ায় তুললেন বিচারপতি জয়মাল্য বাগচী (Jaimallya Bagchi)। এদিন সিবিআইকে তাঁদের দায়িত্ব কর্তব্যের কথা মনে করিয়ে বিচারপতি বাগচীর প্রশ্ন বিচারাধীন বন্দিকে নজরে রাখা কী সিবিআইয়ের কর্তব্য নয়? পাশাপাশি বিচারপতি প্রশ্ন করেন, আপনাদের হেফাজতে যদি কারও মৃত্যু হয়ে থাকে, তাহলে সেই দায় আবেদনকারীর উপর বর্তায় না।

শুক্রবার কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের শুনানি ছিল। তাতেই লালন শেখের মৃত্যু মামলার কথা উল্লেখ করা হলে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন সিবিআই তদন্তকারীরা। মামলার পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর। গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে জেলেই দিন কাটছে অনুব্রতর। জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেষ্ট। শুক্রবার ওই মামলার বিচার চলছিল কলকাতা হাইকোর্টে। সেই সময় অনুব্রতর জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।

এদিকে লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর পর সিবিআই আধিকারিকদের নামে এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী। সেই প্রসঙ্গ আদালতে তুলে সিবিআই আইনজীবী জানান, বগটুইকাণ্ডে (Bogtui Case) অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাই অনুব্রতের জামিন দেওয়া উচিত নয়। তখনই বিচারপতি বাগচীর প্রশ্ন, হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সে ওই মামলার প্রধান অভিযুক্ত। আপনারা বলছেন আত্মহত্যা কিন্তু সেটা কী স্বাভাবিক মৃত্যু? যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর দায়ের করা একান্ত আবশ্যক। অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। বিচারাধীন বন্দিদের উপর নজর রাখা আপনাদের কর্তব্য।

গত সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে, শুক্রবার লালন শেখের মৃত্যু তদন্তে ফের বগটুই গ্রামে যান সিআইডি (CID) তদন্তকারীরা। সেখানে লালনের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version