Saturday, November 8, 2025

শুরু হয়ে গেছে এই বছরের সিনে উৎসব (Film Festival)। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ শুক্রবার সকাল থেকেই সিনেমা দেখা শুরু। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)প্রথম শো অনুষ্ঠিত হল নন্দন ১ প্রেক্ষাগৃহে সকাল ১১ টায়। বাংলাদেশের ছবি ‘The Golden Wings of Watercocks’দিয়ে শুরু হল এবারের চলচ্চিত্র উৎসব। তবে দেশ বিদেশের একাধিক ছবির পাশাপাশি মেজবাউর রহমান সুমনের (Mezbaur Rahman Sumon) প্রথম ছবি ‘হাওয়া’ (Hawa)ফের শিরোনামে। উদ্বোধনের দিনই ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান এপার বাংলার মানুষের কাছে বাংলাদেশের সিনেমা পৌঁছে যাওয়াটা দারুণ ব্যাপার। এর আগেও কলকাতায় ‘হাওয়া’ (Hawa)দেখেছেন অসংখ্য মানুষ। জনপ্রিয়তার কথা মাথায় রেখে উৎসব কমিটি আরও একবার এই ছবি দেখানর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পরিচালনা করা ছবি যে এইভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)মঞ্চে পৌঁছে যাবে সেটা একটা বড় প্রাপ্তি।

উল্লেখ্য বাংলাদেশের এই ছবি নন্দন প্রেক্ষাগৃহে চলেছে হই হই করে। হাউস্ফুল ছিল প্রতিটি শো। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। পোস্টার, ট্রেলার, প্রচার— সব কিছুই ইঙ্গিত দিয়েছিল একটি টানটান থ্রিলারের। অভিনয়ে তারকাখচিত সব নাম। ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি যে নজরকাড়া হতে চলেছে, তার ঝলক মিলেছিল ট্রেলারেই। এ ছাড়া ছবির গান ‘সাদা সাদা কালা কালা’র জনপ্রিয়তাও দেশের গণ্ডি পেরিয়ে গত কয়েক মাস যাবৎ আপামর বাঙালির মুখে মুখে। দর্শকের ছবি দেখার অভ্যস্ত চোখকে সামান্য ধাক্কা দিয়েই শুরু হয় সুমনের ছবি। ছবি দেখতে দেখতে দর্শকের কখনও মনে পড়বে স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত ‘রাইম অব দি এনশিয়েন্ট মেরিনার’-এর কথা, ছবির শেষ আবার মিলিয়ে দেয় বেহুলা-লখিন্দরের গল্পের সঙ্গে। যদিও বাকি চমক দেখতে হলে সিনেমাটি দেখতে হবে আপনাকে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version