Sunday, August 24, 2025

শুরু হয়ে গেছে এই বছরের সিনে উৎসব (Film Festival)। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ শুক্রবার সকাল থেকেই সিনেমা দেখা শুরু। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)প্রথম শো অনুষ্ঠিত হল নন্দন ১ প্রেক্ষাগৃহে সকাল ১১ টায়। বাংলাদেশের ছবি ‘The Golden Wings of Watercocks’দিয়ে শুরু হল এবারের চলচ্চিত্র উৎসব। তবে দেশ বিদেশের একাধিক ছবির পাশাপাশি মেজবাউর রহমান সুমনের (Mezbaur Rahman Sumon) প্রথম ছবি ‘হাওয়া’ (Hawa)ফের শিরোনামে। উদ্বোধনের দিনই ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান এপার বাংলার মানুষের কাছে বাংলাদেশের সিনেমা পৌঁছে যাওয়াটা দারুণ ব্যাপার। এর আগেও কলকাতায় ‘হাওয়া’ (Hawa)দেখেছেন অসংখ্য মানুষ। জনপ্রিয়তার কথা মাথায় রেখে উৎসব কমিটি আরও একবার এই ছবি দেখানর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পরিচালনা করা ছবি যে এইভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)মঞ্চে পৌঁছে যাবে সেটা একটা বড় প্রাপ্তি।

উল্লেখ্য বাংলাদেশের এই ছবি নন্দন প্রেক্ষাগৃহে চলেছে হই হই করে। হাউস্ফুল ছিল প্রতিটি শো। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। পোস্টার, ট্রেলার, প্রচার— সব কিছুই ইঙ্গিত দিয়েছিল একটি টানটান থ্রিলারের। অভিনয়ে তারকাখচিত সব নাম। ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি যে নজরকাড়া হতে চলেছে, তার ঝলক মিলেছিল ট্রেলারেই। এ ছাড়া ছবির গান ‘সাদা সাদা কালা কালা’র জনপ্রিয়তাও দেশের গণ্ডি পেরিয়ে গত কয়েক মাস যাবৎ আপামর বাঙালির মুখে মুখে। দর্শকের ছবি দেখার অভ্যস্ত চোখকে সামান্য ধাক্কা দিয়েই শুরু হয় সুমনের ছবি। ছবি দেখতে দেখতে দর্শকের কখনও মনে পড়বে স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত ‘রাইম অব দি এনশিয়েন্ট মেরিনার’-এর কথা, ছবির শেষ আবার মিলিয়ে দেয় বেহুলা-লখিন্দরের গল্পের সঙ্গে। যদিও বাকি চমক দেখতে হলে সিনেমাটি দেখতে হবে আপনাকে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version