Friday, August 22, 2025

১২দিনের মাথায় উঠল কলকাতা মেডিক্যাল কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের অনশন

Date:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অনশন(Hunger Strike) চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা(Medical College Student)। একইসঙ্গে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্রসংসদের নির্বাচন করবে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের নিজেদের তরফে সিদ্ধান্ত নেওয়া এই নির্বাচনকে(Election) মান্যতা দিতে রাজি নয়।

টানা ১২ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিয়ে সোমবার পড়ুয়াদের তরফে জানানো হয়, নিজেদের আন্দোলন নিজেরাই করবেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর‌ নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলে আশাবাদী পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর কলকাতা মেডিক্যালে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে এরপর কোনও নোটিস ছাড়াই মৌখিকভাবে জানানো হয়, আপাতত এই ভোট স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ তোলে, বাইরে থেকে রাজনৈতিক দলের প্রভাব জিইয়ে রাখতেই এই ভোট বাতিল করা হচ্ছে। কর্তৃপক্ষ দফায় দফায় স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠক করে। তবে রফাসূত্র মেলেনি। এরইমধ্যে পাঁচ ছাত্র আমরণ অনশনে বসেন। দুই ছাত্র অসুস্থও হয়ে পড়েন এই অনশন চলাকালীন। একজনকে আইসিইউয়ে নিয়ে যেতে হয়। তবে এরপরও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্তৃপক্ষ। এবার আরও কড়া অবস্থানে পড়ুয়ারাও।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version