Sunday, November 2, 2025

১২দিনের মাথায় উঠল কলকাতা মেডিক্যাল কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের অনশন

Date:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অনশন(Hunger Strike) চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা(Medical College Student)। একইসঙ্গে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্রসংসদের নির্বাচন করবে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের নিজেদের তরফে সিদ্ধান্ত নেওয়া এই নির্বাচনকে(Election) মান্যতা দিতে রাজি নয়।

টানা ১২ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিয়ে সোমবার পড়ুয়াদের তরফে জানানো হয়, নিজেদের আন্দোলন নিজেরাই করবেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর‌ নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলে আশাবাদী পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর কলকাতা মেডিক্যালে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে এরপর কোনও নোটিস ছাড়াই মৌখিকভাবে জানানো হয়, আপাতত এই ভোট স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ তোলে, বাইরে থেকে রাজনৈতিক দলের প্রভাব জিইয়ে রাখতেই এই ভোট বাতিল করা হচ্ছে। কর্তৃপক্ষ দফায় দফায় স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠক করে। তবে রফাসূত্র মেলেনি। এরইমধ্যে পাঁচ ছাত্র আমরণ অনশনে বসেন। দুই ছাত্র অসুস্থও হয়ে পড়েন এই অনশন চলাকালীন। একজনকে আইসিইউয়ে নিয়ে যেতে হয়। তবে এরপরও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্তৃপক্ষ। এবার আরও কড়া অবস্থানে পড়ুয়ারাও।

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version