Sunday, November 9, 2025

দেশের সেরা বাংলার ”দুয়ারে সরকার”, ৭ জানুয়ারি রাজ্যকে পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি

Date:

ফের দেশের সেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প “দুয়ারে সরকার” (Duare Sarkar)! এর আগেও নাগরিক পরিষেবা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে গোটা দেশকে। কখনও জাতীয় স্তরে আবার কখনওবা আন্তর্জাতিক ক্ষেত্রে মিলেছে স্বীকৃতি। এবার সেরার স্বীকৃতি মিলতে চলেছে দুয়ারে সরকারের। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এই প্রকল্প কেন্দ্রের প্লাটিনাম আওয়ার্ড (Platinum Award) পাচ্ছে পাবলিক ডিজিটাল প্লাটফর্মে (Digital Platform)। কেন্দ্রের তরফে পুরস্কৃত হতে চলেছে সেই “দুয়ারে সরকার”। আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।

দুয়ারে সরকারের প্রত্যক্ষ উপযোগিতা পেয়েছেন বাংলার কয়েক কোটি মানুষ। আপনার এলাকায় সরকার নির্দিষ্ট দিনে ও সরকার নির্দিষ্ট স্থানে হাজির হয়ে পরিষেবা দিচ্ছেন আধিকারিকরা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত চারবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দফার পরিষেবা প্রদান শুরু হয়েছে ইতিমধ্যেই। নভেম্বরের ১ তারিখ থেকে। এখনও অবধি ক্যাম্প করা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৫৯৫টি। নানাবিধ সরকারি পরিষেবা নিয়ে এসেছেন ৯ কোটিরও বেশি মানুষ।

দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে মানুষ সরাসরি যে প্রকল্পগুলির সুবিধা কার্যত ঘরে বসে পাচ্ছেন তা হল– খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড. ব্যাঙ্ক সংক্রান্ত যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লিঙ্ক করা. আধার কার্ড সংক্রান্ত পরিষেবা, বিনামূল্যে, সামাজিক সুরক্ষা যোজনা , প্রতিবন্ধী শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, KCC (কৃষি), KCC (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতি/হস্তশিল্পীদের ক্রেডিট কার্ড, SHG ক্রেডিট লিঙ্কেজ , কৃষি পরিকাঠামোগত ফান্ড, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, পাট্টার জন্য আবেদন বিদ্যুতের নতুন কানেকশন ইত্যাদি।

 

 

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version